সপ্তাহজুড়েই বজায় থাকবে বৃষ্টির প্রভাব, সঙ্গী হবে ঝোড়ো হাওয়াওঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ গোটা বাংলা জুড়েই চলছে বৃষ্টি। প্রবল গরমের হাত থেকে যেন প্রাণ ফিরে পেল বাংলার মানুষ। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, মে মাস পড়তে না পড়তেই বৃষ্টির আগমন হয়েছে। প্রচণ্ড অস্বস্তির গরম থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী। সেইসঙ্গে নেমেছে তাপমাত্রার পারদও।

সোমবার রাত থেকেই সামান্য হলেও, মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুতসহ ঝড় বৃষ্টি হতে শুরু করেছে। বৃষ্টির সঙ্গে সঙ্গী হয়েছে প্রবল মেঘের গর্জন। সেইসঙ্গে দিচ্ছে ঝোড়ো হাওয়াও। কালবৈশাখীর প্রভাব পড়েছে বেশকিছু এলাকায়। হাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২-৩ দিন কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় মারাত্মক বজ্রপাত এবং কালবৈশাখীর দাপট দেখতে পাওয়া যাবে।

vccbcbb

বুধবার সকাল থেকে এখনও বৃষ্টির দেখা না মিললেও, আবহাওয়া বেশ মনোরম রয়েছে। আবার রিপোর্ট বলছে, এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বাংলার উত্তর এবং দক্ষিণের বেশ কিছু জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং সেইসঙ্গে ঝড় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

rain kolkata1 1583331224

আজকের দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই সামান্য বৃদ্ধি পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। গত দুদিনের বৃষ্টির জেরে কিছুটা স্বস্তিতে রয়েছে বঙ্গবাসী। প্রবল গরমের হাত থেকে বৃষ্টির আগমনে চাতকের মত মন মেতেছে আনন্দে।

Smita Hari

সম্পর্কিত খবর