শীঘ্রই বদলে যাবে আবহাওয়ার প্রকৃতি, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার ধরণ। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমার সঙ্গে সঙ্গে এবার দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ। কারণ, উত্তরবঙ্গের উপর থেকে নিম্নচাপ এবার কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। যার কারণে এবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নেই ভারী বৃষ্টির পূর্বাভাস।

সেইমতই নিম্নচাপ সরে যাওয়ার পর থেকে দক্ষিণবঙ্গে আর সেভাবে টানা বৃষ্টি দেখা যায়নি। তবে মাঝে মধ্যে এমনকি সোমবারই রাতের দিকে কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে দেখা গিয়েছে।

unnamed 1555502278550

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32 ° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা88%
বাতাস0 km/h
মেঘে ঢাকা92%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

vvhcvsv

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পুজোর মরশুমে বাংলার আকাশের পরিস্থিতি সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনই এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ৬ ই অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। তবে বঙ্গবাসী থেকে ঠিক কবে বৃষ্টির হাত থেকে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি। হাওয়া অফিসের এই পূর্বাভাস শুনে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষও।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর