বাংলাহান্ট ডেস্কঃ মরশুমের প্রথম কালবৈশাখীর পর আর সেভাবে কোন বৃষ্টির পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া দফতর (weather office)। দক্ষিণে আপাতত তাপমাত্রা কমলেও, বৃষ্টির এখন কোন সম্ভাবনা নেই। তবে উত্তরদিকে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।
অপেক্ষারত কলকাতাবাসী, রবিবার মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে। ভেজা মাটির সোঁদা গন্ধ এখনও যেন নাকে লেগে রয়েছে। তবে তারপর থেকে ভ্যাপসা গরম কিছুটা কমলেও, এখনই আবার কোন বৃষ্টির পূর্বাভাস নেই। হতে পারে, তাও কিছুদিন পর। তবে জানা গিয়েছে, এখন বেশকিছুদিন তাপমাত্রার পারদ নিম্নগামী থাকবে, বইবে ঝোড়ো হাওয়াও।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সেভাবে কোন বৃষ্টির খবর না থাকলেও, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঝড় বৃষ্টির সামান্য পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশকিছু এলাকায় রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রার কোন পরিবর্তন না হলেও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। তবে রবিবার বৃষ্টির পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী রয়েছে। অস্বস্তিকর গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে কলকাতাবাসীর। এখনই তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।