বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে বজ্রপাতও লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই জোড়া দাপটের জেরেই বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
সকাল থেকেই আকাশ কালো করে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টির প্রভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই টানা বৃষ্টির জেরে জলমগ্ন বাংলার একাধিক এলাকা, তারউপর আবার এই বৃষ্টির জেরে আরও বেশি বিপর্যয়ের আশঙ্কায় রয়েছে হাওয়া অফিস।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 34° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 91% |
বাতাস | 11 km/h |
মেঘে ঢাকা | 70% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
শুক্রবার সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টির মাঝে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি ৯ ই আগস্ট থেকে উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।