বাংলাহান্ট ডেস্কঃ ভোর এবং রাতের দিকে হালকা শীতের আমেজ টের পেলেও, বেলা গড়াতেই আবহাওয়ার (Weather) আপডেট যেন অন্য কথা বলে। বিগত বেশ কয়েকদিন ধরেই এরকম চলছে বাংলার আবহাওয়া। ভোরে দিকে তাপমাত্রার পারদ কিছুটা নামছে, ওদিকে গিয়ে আবার রাত বাড়লে কিছুটা ঠাণ্ডা টের পাওয়া যাচ্ছে। কিন্তু বেলা গড়াতেই মাথার উপরে জানান দিচ্ছে সূর্যের উপস্থিতি।
শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়
চলতি বছর বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় সংগঠিত হয়েই চলেছে। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ক্ষত মিলিয়ে যাওয়ার আগেই নিভার এসে তার তাণ্ডব নৃত্য দেখিয়ে গেছে। সেই নিভার যেতে না যেতেই আবারও এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, যার অভিমুখ ছিল তামিলনাড়ু উপকূল। এই বুড়েভি ঘূর্ণিঝড় অবশেষে নিজের শক্তি হারিয়ে তামিলনাড়ু উপকূলে নিম্নচাপ রূপে অবস্থান করছে। ধীরে ধীরে আরও ক্ষয় হবে এই ঘূর্ণিঝড়ের শক্তি।
আজকের আবহাওয়া
রবিবার সকাল থেকে কলকাতা শহরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে, ছুটির দিনে ঘুমন্ত শহর এখনও জেগে ওঠেনি। তবে তাপমাত্রা খুব একটা কম নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও চড়তে শুরু করবে। তবে আজকের রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।