বাংলাহান্ট ডেস্কঃ বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আবহাওয়ার (weather) খবরে জায়গা নিচ্ছে ঠাণ্ডারোধী দুই ভিলেন। বাড়ছে উষ্ণতার পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছিল, সোমবারের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় তাপমাত্রা বাড়তে চলেছে। কারণ, শীতের পথে বাঁধা হচ্ছে দুই ভিলেন। সেইদিকেই এগোচ্ছে আবহাওয়ার গতি।
শীতের পথের এই দুই ভিলেন সম্পর্কে আবহাওয়া দফতর জানিয়েছে, একদিকে এক ভিলেন অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর ভারত থেকে আসা উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের পার্বত্য অঞ্চলে এক বিরাট দেওয়ালের মত বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে এই দেওয়াল ভেদ করে প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া। আবার, অন্যদিকে পূ্বালী হাওয়া বইছে বঙ্গোপসাগরের দিক থেকে। এই দুইয়ের সম্বন্বয়ে চড়ছে তাপমাত্রার পারদ।
আজকের আবহাওয়া
নতুন বছরে পা রাখতেই বাড়ছে তাপমাত্রার পারদ। শীতের পথে বাঁধা হচ্ছে দুই ভিলেন। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং অন্যদিকে পূ্বালী হাওয়া- এই দুইয়ের উপস্থিতির কারণে প্রবেশ করতে পারছে না কনকনে ঠান্ডা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও, আবার পৌষের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমতেও পারে। আবারও বেশকিছুদিন অনুভূত হতে পারে ঠাণ্ডার রেশ।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। বিগত কয়েকদিনের থেকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা না বৃদ্ধি পেলেও, বাড়তে পারে সব্বনিম্ন তাপমাত্রার পারদ।