২৪ ঘন্টার মধ্যেই উধাও হবে শীত, বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই বেশ ঠান্ডা অনুভব করছে বঙ্গবাসী। জানুয়ারির প্রথম থেকেই বেশ হাড় কাঁপানো শীত পড়তে শুরু করেছিল। তবে আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়ার পরিস্থিতি। বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।

হাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। যার কারণে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট লক্ষ্য করা গেলেও, বাংলায় নেই বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতেও হালকা কুয়াশা ঘেরা সকাল দেখা যাবে।

Kolkata winter

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা25° C
সর্বনিম্ন তাপমাত্রা15° C
আদ্রতা89%
বাতাস5 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

winter fog in west bengal 631e46d0 f3b7 11e7 a734 adae4971e2ad

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর