নিভারের পর এবার ‘অর্ণব’! বিপর্যয়ের হুঙ্কার দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

বাংলাহান্ট ডেস্কঃ নিভারের ক্ষত মিলিয়ে যেতে না যেতেই আরও এক ঘূর্ণিঝড়ের আগমনী সংকেত দিল আবহাওয়া দফতর (Weather office)। সাগরে সংগঠিত হওয়া ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ (arnab)। তবে এখনও এই ঘূর্ণিঝড়ের বিষয়ে বিশদে কিছু জানা যায়নি। এর অভিমুখ কোনদিকে রয়েছে, কতটা শক্তিশালী সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মায়নমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো বিভিন্ন দেশ দ্বারা প্রস্তাবিত ১৬৯ টি নামের একটি তালিকার অংশ হল এই ঘূর্ণিঝড়ের নাম।

IMG 20201110 080616

বাংলার আবহাওয়া
এদিকে ডিসেম্বরের এক সপ্তাহ হয়ে গেলেও এখনও কনকনে ঠাণ্ডার আমেজ টের পেল না বাংলার মানুষ। কখনও তাপমাত্রার পারদ সামান্য নিম্নগামী হলেই, পরক্ষণেই তা আবার চড়তে শুরু করছে। তবে বর্তমানে শীতের পথে কাঁটা হয়ে রয়েছে উর্দ্ধগামী তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে।

আজকের আবহাওয়া
সোমবার সকাল থেকে কলকাতা শহরে হালকা কুয়াশা দেখা গেলেও, তার মধ্যে দিয়ে উঁকি দিয়ে সূর্য নিজের উপস্থিতই জানান দিচ্ছে। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় এখনই হাড়কাপানো শীতের আমেজের আগমন কবে ঘটতে চলেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শুধুমাত্র সাগরে একের পর এক ঘূর্ণিঝড় সংগঠিত হচ্ছে, আর তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

p9 fruit sellers

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর