রোহিত-বুমরাহকে ছাড়াই টি-২০ সিরিজ জিততে পেরে খুবই খুশি অধিনায়ক কোহলি, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ ওয়ানডে সিরিজ হারের বদলা নিল বিরাট কোহলিরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এতে খুবই খুশি হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে কোহলি আরও বেশি খুশি হয়েছেন কারণ ভারতের সীমিত ওভারের দুই প্রধান ক্রিকেটার রোহিত শর্মা এবং যাসস্প্রীত বুমরাহকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ জিততে পেরে।

ম্যাচ জেতার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, “অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই সিরিজ জয়টা সত্যিই বড় ব্যাপার। আমরা একটা দল হিসেবে খেলতে পেরেছি। সাদা বলের ক্রিকেটে আমাদের দু’জন প্রতিষ্ঠিত প্লেয়ার রোহিত শর্মা এবং যাসপ্রিত বুমরাহকে ছাড়াই এই সিরিজ জিততে পেরে খুবই খুশি। এই কয়েক মাসে আমাদের দলের প্রত্যেক খেলোয়াড়ই কমবেশি চৌদ্দটি করে ম্যাচ খেলেছে, তাই প্রত্যেকেই জানে কোন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়।”

https://twitter.com/imVkohli/status/1335560925655363584?s=20

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের সামনে 195 রানের বিশাল টার্গেট খাড়া করে অস্ট্রেলিয়া। তবে ভারত অধিনায়ক কোহলি মনে করেন এটা এমন কিছু রান নয়, কারণ স্টেডিয়াম ছোট ছিল এবং পুরো ব্যাটিং সহায়ক পিচ ছিল। সেই কারণে কোহলি, ”বলেন আমাদের বোলাররা ভালো বল করেছে। রান চেজ করার সময় আমরা ভেবেছিলাম এটা এমন কোন বড় টার্গেট নয় সঠিক পরিকল্পনা করতে পারলে নিশ্চয় জেতা যাবে।” সেই সঙ্গে হার্দিক পান্ডিয়া প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বলেছেন, এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে হার্দিক পান্ডিয়া, আগামী তিন থেকে চার বছর যেকোনো পরিস্থিতি ম্যাচ থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখেন হার্দিক পান্ডিয়া।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর