সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’ (arnab)। আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব নিজের শক্তি বৃদ্ধি করে তামিলনাড়ু উপকূলে সজরে আছড়ে পড়তে পারে। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি এবং ঠিক কখন নিজের রূপ ধারণ করবে তা এখনও জানা যায়নি। তবে নিভারের ক্ষত লিমিয়ে যাওয়ার আগেই, আরও এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি তামিলনাড়ু।

মায়নমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো ১৩ টি বিভিন্ন দেশ দ্বারা প্রস্তাবিত ১৬৯ টি নামের একটি তালিকার অংশ হল এই ঘূর্ণিঝড়ের নাম। তবে আমফান, নিভারকে ছাপিয়ে আরও শক্তিশালী আকার ধারণ করবে, নাকি ভারী নিম্নচাপের আকারে ঝড়ে পড়বে অর্ণব, তা এখন শুধু সময়ের অপেক্ষা।

15573018872323 L

আজকের আবহাওয়া
মঙ্গলবার সকাল থেকে কলকাতা শহরের চারিপাশ রয়েছে বেশ কুয়াশাছন্ন। কনকনে ঠাণ্ডা না পড়লেও বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে ভোরের দিকটায়। বাংলায় হাড়কাপানো শীতের আমেজের আগমন কবে ঘটতে চলেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। শুধুমাত্র সাগরে একের পর এক ঘূর্ণিঝড় সংগঠিত হচ্ছে, আর তার পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে মূলত আবছা রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

shimla

বাংলার পরিস্থিতি
বাংলার দক্ষিণের আকাশ আগামী ২৪ ঘণ্টায় মোটামুটি শুষ্ক থাকবে। তবে উত্তরে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পরবর্তীতে আকাশ আবারও শুষ্ক হয়ে যাবে। তবে আজ কোন কোন জায়গায় রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।

Smita Hari

সম্পর্কিত খবর