জাঁকিয়ে শীতের পালা এখনও দেরী, তার আগেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই কেমন একটা কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ বিরাজ করছে বাংলার সর্বত্র। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, এখনই নয়, জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে ১১ ই ডিসেম্বর থেকে। সেইসময় তাপমাত্রা কিছুটা কমলেও, ফের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব তীব্র না হলেও, শনিবার থেকে বৃষ্টি শুরু হয়। সোমবার সকাল থেকে বৃষ্টি না হলেও, কিছুটা মেঘলা পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে হাওয়া অফিস জানিয়েছিল, মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। সেরকম কিছুটা দেখাও গেল। বৃষ্টি থেমে গেলেও, এবার কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। ধীরে ধীরে কনকনে ঠান্ডা পড়ার দিকে এগোচ্ছে আবহাওয়া। লেপ, কম্বল অনেক দিন আগে বেরিয়ে গেলেও, এবার সময় পিঠে পুলি খাওয়ার।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা28° C
সর্বনিম্ন তাপমাত্রা21° C
আদ্রতা97%
বাতাস0 km/h
মেঘে ঢাকা3%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে প্রচুর রোদ এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

todays Weather report 22 nd november of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়াওই থাকবে। শনিবার থেকে বাংলার আকাশে উজ্জ্বল রোদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। আবার অন্যদিকে, বুধবার দার্জিলিং এবং কালিম্পং-র হালকা বৃষ্টি হওয়ার পর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত মেঘলা ও রাতের দিকে পরিষ্কার হয়ে আসার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর

X