বাংলাহান্ট ডেস্কঃ চলতি বছরে শীতের মরশুমে আবহাওয়ার (weather) নানারকম খামখেয়ালিপনা দেখেছে বাংলার মানুষ। কখনও জাঁকিয়ে হাড়কাপানো ঠাণ্ডা, তো কখনও আবার শীতের মাঝেও তাপমাত্রার পারদ বৃদ্ধি, তো আবার কখনও প্রবল শৈত্যপ্রবাহের জেরে সতর্কতা জারি। তবে সবকিছুর মধ্যে শনিবার এবং রবিবার নতুন বছরের শীতের বৃষ্টিতেও ভিজে নিল বঙ্গবাসী।
শনিবার এবং রবিবার বাংলার বেশকিছু এলাকায় বৃষ্টির মাঝে আবার শিলাবৃষ্টিও হতে দেখা গেছে। মেঘ কেটে গিয়ে তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। আবহাওয়াবিদরা আগেই আঁচ করেছিলেন, সোমবার থেকে আবারও নামবে তাপমাত্রার পারদ। চলবে ১০ তারিখ অবধি।
বুধবার অবধি শীতের এই ফুল ফর্মে ব্যাটিং চালিয়ে যেতে দেখতে পাওয়া যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবার সামনেই আসছে ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। তবে মনে হচ্ছে, ভালোবাসার এই দিনগুলোতেও হালকা শীতের আমেজ থাকতে পারে।
আজকের আবহাওয়া
কলকাতা শহরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে প্রচুর রোদ এবং রাতের দিকে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে গতকালের তুলনায় নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস জানাচ্ছে, মেঘ সরে গিয়ে শীতের দাপট সহ্য করতে হবে আরও এক প্রস্থ। আগামী ১০ ই ফেব্রুয়ারী অবধি চলতে পারে শীতের এই ব্যাটিং। তারপর থেকে হয়ত ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রার পারদ। শীত বিদায় নিয়ে সেই জায়গায় জমিয়ে বসেবে ঋতুরাজ বসন্ত।