কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে বৃষ্টি নামবে গোটা বাংলা জুড়ে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘ ঘিরে রেখেছে গোটা আকাশকে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, সারা বাংলা জুড়েই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গতকাল দুপুরের পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তার রেশ চলবে আজও। কাল থেকে কিছুটা হলেও কমতে পারে বৃষ্টির পরিমাণ।

শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরের জেলাগুলোতেও। সঙ্গে অসম, মনিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিমেও কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে তার আগে আজ বাংলার বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দফায় দফায় বৃষ্টিপাত হতে দেখা গেলেও, সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য আপাতত কোন সতর্কবার্তা জারি করেনি হাওয়া অফিস।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 32° C
সর্বনিম্ন তাপমাত্রা 27° C
আদ্রতা 91%
বাতাস 10 km/h
মেঘে ঢাকা 100%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

সপ্তাহজুড়ে জারি থাকা বৃষ্টির পরিমাণ কাল থেকে কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে নেমে আসবে ঘোর বর্ষা। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।

X