টানা ৪ দিন বৃষ্টিতে ভিজবে বাংলা, ভরা কোটালে বান আসার পূর্বাভাস আবহাওয়া দফতরের

বাংলাহান্ট ডেস্কঃ ইয়াসের ক্ষত মিলিয়ে যাওয়ার আগেই, আবারও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। বাংলায় বর্ষা ঢোকার সময় নিরধারণ করা হয়েছে ১১ ই জুন। কিন্তু তার আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি জারী থাকবে ১০ ই জুন থেকে ১৪ ই জুন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক নাগাড়ে বৃষ্টির কারণে বাড়বে জোয়ারের জলস্ফীতিও।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা36° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা75%
বাতাস14 km/h
মেঘে ঢাকা58%

ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় নদী ও সমুদ্রবাঁধ মেরামতির কাজ জারী রাখতে বলা হয়েছে। সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসতে বলার সঙ্গে সঙ্গেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

weather 2

এখানেই শেষ নয়, প্রকৃতি যেন এবারে একটু বেশিই রুষ্ট হয়ে রয়েছে। যার কারণে ইয়াস পরবর্তীতে আবারও এক প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে হাওয়া অফিস। ১১ এবং ২৬ শে জুন ভরা কোটাল থাকায়, সমুদ্রের জলস্তর বৃদ্ধি প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে বান আসার ভয়ে প্রশাসনকে আগে থাকতেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আজকের আবহাওয়া :

মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

69637130

উত্তরবঙ্গের আবহাওয়া :

বাংলার উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সিকিম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধামান, মুশির্দাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Weather

আগামীকালের আবহাওয়া :

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর