বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরের নিম্নচাপের হাত ধরে ১১ ই জুন বঙ্গে বর্ষার প্রবেশের দিনক্ষণ নির্ধারণ হয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, বাংলায় বর্ষা প্রবেশের দিন ভরা কোটাল থাকায়, ইয়াস পরবর্তীতে আবারও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 34° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 26° C |
আদ্রতা | 85% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 69% |
ইয়াস পরবর্তীতে কয়েকদিন আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকলেও, পরবর্তীতে বিগত বেশকিছু দিন ধরেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে গোটা বাংলা জুড়েই। বাদ যায়নি উত্তরবঙ্গও। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই। আজও আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।
আজকের আবহাওয়া :
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কালো মেঘে ঘিরেছে আকাশ, বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই।
উত্তরবঙ্গের আবহাওয়া :
বাংলার উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সিকিম, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-এই সকল এলাকায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধামান, মুশির্দাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া :
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কমবে বেশ কয়েক ডিগ্রি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা