বাংলাহান্ট ডেস্কঃ দিনে দিনে বাংলায় বাড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বাংলায় এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও, শুষ্ক ও গরম আবহাওয়ায় কষ্ট বাড়বে বঙ্গবাসীর। সপ্তাহের মাঝামাঝি সময়ে ৪০ ডিগ্রির ঘরও ছুঁয়ে যেতে পারে তাপমাত্রার পারদ।
ফাল্গুনেই রোদের এই তীব্র তেজ দেখতে পাচ্ছে বাংলার মানুষ। সেই হিসাব করেই বাঙালি আগেই আন্দাজ করতে পেরেছে, এবছর তীব্র তাপপ্রবাহ বইতে পারে বাংলার আকাশে। তবে এখনই সেভাবে তীব্র রোদের তেজের প্রভাব না পড়লেও, ধীরে ধীরে তা দেখা যেতে শুরু করবে।
তাপমাত্রার পারদ চড়লেও, এখনও রাজ্যে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য বেশি থাকায়, শুষ্ক গরমে নাজেহাল হয়ে পড়ছে বাংলার মানুষ।আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, এবছর রেকর্ড উষ্ণতা বৃদ্ধি হতে পারে বাংলায়। তাপমাত্রা বৃদ্ধির ট্রেলার ফাল্গুন থেকেই শুরু হয়ে গিয়েছে।
আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় সেভাবে কোন পরিবর্তন লক্ষ্য করা নাও যেতে পারে। এখনও ভোরের দিকে কিছুটা ঠাণ্ডার আমেজ রয়েছে। গায়ে হালকা কিছু ঢাকা দিলে, বেশ আরামই অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মধ্যগগনে সূর্য্যের আগুন তেজে ফাল্গুনেই অস্থির মানুষজন। পরবর্তীতে দক্ষিণের বাতাসের উষ্ণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।