বাংলাহান্ট ডেস্কঃ বেশ ভালো ভাবেই অনুভূত হয়ে শুরু করেছে শীত। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, সপ্তাহান্তেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর তারপর থেকেই রাজ্যে জাঁকিয়ে শীতের আগমন ঘটবে বলে জানা গিয়েছে। নামবে রাতের তাপমাত্রা। কাপুনি দিয়ে নামবে শীত। ১০ তারিখ থেকে বদলাতে পারে আবহাওয়া।
হাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সুমাত্রা উপকূলে থাকা ঘূর্ণাবর্ত, মঙ্গল-বুধবার নাগাদ নিম্নচাপে পরিণত হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও, প্রচুর জলীয় বাস্প প্রবেশ করে ঠান্ডা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 32° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 21° C |
আদ্রতা | 77% |
বাতাস | 8 km/h |
মেঘে ঢাকা | 51% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।