বঙ্গে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি, বড়োসড়ো আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টি এখনও বিদায় নেয়নি পুরোপুরি। আবহাওয়ার (Weather) রিপোর্টে, তাপমাত্রার পারদ সামান্য বাড়ছে। পুজোয় বৃষ্টি হবে কিনা তা জানতেই আগ্রহী হয়ে উঠেছে উৎসব প্রিয় বাঙালি। একেই করোনা ভাইরাস পুজোর আনন্দ অনেকখানি ফিকে করে দিয়েছে, তারউপর যদি আবার বৃষ্টি অসুরের আগমন ঘটে, তাহলে আর রক্ষে নেই।

পুজোতে বৃষ্টি হবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির আমেজ চললেও, পুজোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আগে পরে বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও, পুজোতে বৃষ্টির অসুরের দেখা না মেলারই বেশি সম্ভাবনা। তবে তাঁর মধ্যে আবার শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। তবে তা কতটা শক্তি বৃদ্ধি করবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস।

rain 21

আজকের আবহাওয়া
সকাল থেকে শহরের আকাশে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে, তা ভালোই টের পাওয়া যাচ্ছে। কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, আসন্ন নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় আবহাওয়াবিদরা।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতে থাকবে আবছা আকাশ থাকবে।

rain 20

শক্তি বাড়াচ্ছে নিম্নাচপ
শুক্রবার নাগাদ আন্দামান সগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সেই নিম্নচাপ ২৪ ঘন্টার মধ্যে তার শক্তিবৃদ্ধি করবে। তবে শক্তি বাড়িয়ে ঘূর্নীঝড়ে পরিণত হবে কিনা, এখনই কিছু জানায়নি আবহাওয়া দফতর। কিন্তু এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। এর প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে এবং পশ্চিমবাংলাতেও। সপ্তাহ শেষে বাড়বে বৃষ্টির পরিমাণ।


Smita Hari

সম্পর্কিত খবর