বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে, ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। মৌসুমি অক্ষরেখাও রয়েছে বাংলার দক্ষিণবঙ্গের উপর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঘটলেও, আবারও বাংলার দক্ষিণের আকাশে ধেয়ে আসছে বর্ষার কালো মেঘ।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মূলত সারাটা দিন মেঘলা আকাশই বিরাজ করবে শহরের বেশিরভাগ অঞ্চলে।
দানা বাঁধছে নিম্নচাপ
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধার ফলে তা শক্তি বাড়িয়ে ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল বরাবর এগোচ্ছে। এই নিম্নচাপের সঙ্গে আবার জোট বেঁধেছে একটি ঘূর্ণাবর্তও। যার ফলে ওড়িশা, ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কলকাতায় কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঘোর বর্ষা।
কোথায় কোথায় বৃষ্টি হবে?
মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করার ফলে বেশ কয়েকটি এলাকায় সোমবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি পঞ্জাব এবং উত্তর প্রদেশে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আবার আবহাওয়াবিদরা জানাচ্ছে, কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টিপাত আসন্ন। সেই কারণে জারী করা হয়েছে রেড অ্যালার্ট।