বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ, আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস অনুযায়ী, রবিবার নাগাদ আরও একটি নিম্নচাপ সংগঠিত হতে চলেছে। তবে এবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এই নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এই নিম্নচাপ তৈরি হওয়ায় ওড়িশা, ওড়িশা পার্শ্ববর্তী বাংলার বেশ কিছু এলাকা এবং অন্ধপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রবল বৃষ্টির সম্ভাবনা।

মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণে বিগত কয়েকদিন ধরে বাংলার উত্তরে চলছে প্রবল বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গেও চলছে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিললেও, তাপমাত্রা খুব একটা কমবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

rain1

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরে মেঘলা অন্ধকারাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। সেইসঙ্গে হালকা মেঘের গর্জনও শুনতে পাচ্ছে কলকাতাবাসী। গতকাল বেশ কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসবে ঘোর বর্ষা।

আজ সকালে এবং রাতের দিকে বেশ কয়েকটি এলাকায় একবার করে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক একটু কমই আছে। তবে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে।

rain in kolkata 1

বাংলার আবহাওয়া
বাংলার উত্তরে এবং দক্ষিণে আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি আসন্ন। উত্তরে জারী রয়েছে ভারী বৃষ্টিপাত। চলবে আগামী রবিবার অবধি। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। পাশাপাশি দক্ষিণের আকাশেও চলবে বিক্ষিপ্তভাবে বজ্রপাতসহ বৃষ্টি।  মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ কলকাতায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে আদ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর