দিক পরিবর্তন করেছে নিম্নচাপ, বাংলায় বাড়বে গরমঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বদলাচ্ছে আবহাওয়ার (Weather) ধরণ। বাতাসে বাড়ছে জলীয় বাস্পের পরিমাণ। শ্রাবণের শেষ সপ্তাহে এসে বৃষ্টি নয়, বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। বাংলার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই কমবে বৃষ্টির পরিমাণ। উল্টে বাড়বে আদ্রতার পরিমাণ। যার ফলে বৃষ্টি ভেজার বদলে এবার ঘামে ভিজবে বাংলার মানুষজন, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

rain 5

ঘনীভূত হওয়া নিম্নচাপ সরে গিয়েছে মধ্যপ্রদেশের দিকে। এই নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হয়ে ছত্তিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশের দিকে বাঁক নিয়েছে। যার ফলে বাংলা থেকে বিদায় নিচ্ছে নিম্নচাপ। কমছে বৃষ্টির পরিমাণ। বাতাসে বাড়বে জলীয় বাস্পের পরিমাণ।

Kolkata1

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি জানাচ্ছে হাওয়া অফিস।

rain 2222

কমবে বৃষ্টির পরিমাণ
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণের আকাশে মেঘের বদলে রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রোদ উঠেছে ঝলমলিয়ে। সোমবার দুএক পশলা বৃষ্টির পর মঙ্গলবারও সামান্য বৃষ্টিপাতের আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা। তবে বুধবার থেকে বাংলার বিভিন্ন এলাকায় ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।


Smita Hari

সম্পর্কিত খবর