দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, উত্তরের এই ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার সকাল থেকেই রোদেলা আবহাওয়া (Weather) বিরাজ করছে। গতকালের সাময়িক বৃষ্টির পর আজ আবারও আকাশে রোদের উপস্থিতি বর্তমান। সেইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে সংগঠিত নিম্নচাপ, সবকিছু মিলিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ঘোর বর্ষার পূর্বাভাস।

পাশাপাশি মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাস্প রাজ্যে ঢুকছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে জারী থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।

rain 222222222222222

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির আমেজ জারী থাকবে আগামী রবিবার অবধি।

শুক্রবার সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টি হতে পারে। বাতাসে আদ্রতার পরিমাণ কিন্তু খুব একটা কমবে না।

image 1 27

দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার কারণে রবিবার অবধি রয়েছে বজ্রপাত যুক্ত হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবার বেশ কিছু এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
বাংলার উত্তরে জারী রয়েছে বৃষ্টির আবহাওয়া। রবিবার অবধি চলবে এই বৃষ্টি। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। আবার বাড়তে পারে নদীর জলস্তরও।


Smita Hari

সম্পর্কিত খবর