বাংলাহান্ট ডেস্কঃ নতুন নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণে আবহাওয়ার (Weather) পরিবর্তন হতে চলেছে। মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্মুখীন হবে বাংলার দক্ষিণের বেশকিছু এলাকা। সাময়িক ভাবে বিরতি ঘটলেও, উত্তরবঙ্গে আবারও বুধবার থেকে রয়েছে অতি বৃষ্টির পূর্বাভাস।
বর্ষার শুরুতে উত্তরবঙ্গে বন্যা প্লাবিত হলেও, দক্ষিণবঙ্গ যেভাবে বৃষ্টিতে ভিজতে পারেনি। তবে বিগত কয়েকদিন ধরে টানা নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের অতৃপ্ত বৃষ্টির আশা কিছুটা হলেও মিটেছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সংগঠিত হওয়ার ফলে বাংলার দক্ষিণে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে রয়েছে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে। পাশাপাশি কমেছে আদ্রতা জনিত অস্বস্তিও।
আজকের শহরের আকাশ সকাল থেকে রোদ ঝলমলে দেখা গেলেও বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু জায়গায় কয়েকবার বৃষ্টি সহ বজ্রপাতের আভাষ দিচ্ছে হওয়া অফিস।
কোথায় কোথায় বৃষ্টি হবে?
নিম্নচাপের জেরে বাংলার বেশকিছু এলাকা রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্বমেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার এবং বুধবারের ভারী বৃষ্টির ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।