বাংলাহান্ট ডেস্কঃ আজকের আবহাওয়ার (Weather today) আপডেট জানাচ্ছে, নিম্নচাপের জেরে বাংলার (west bengal) দক্ষিণে বেশকিছু এলাকায় ইতিমধ্যেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের ফলে বাংলার দক্ষিণের দক্ষিণ পশ্চিম জেলাগুলিতে রয়েছে ভারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা তুলনামূলক কম ভিজবে।
শ্রাবণের শেষ থেকে মৌসুমি অক্ষরেখার সঠিক অবস্থানের কারণে বেশ ভালোই বৃষ্টির আমেজ পেয়েছে শহর তিলোত্তমা। তবে এবার ভাদ্রের শুরুতে সামান্য পেলেও, চলবে বৃহস্পতিবার অবধি। নিম্নচাপ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর স্থায়ী হওয়া মৌসুমি অক্ষরেখার জেরে প্রবল বর্ষণে ভিজবে দক্ষিণ বাংলা।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে। বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বেলার দিকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে রাতের দিকে বৃষ্টি বৃদ্ধির বদলে হালকা মেঘ বৃদ্ধি পাবে।
বৃষ্টি আশঙ্কিত এলাকা
নিম্নচাপের জেরে বাংলার বেশকিছু এলাকা রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্বমেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার এবং বুধবারের ভারী বৃষ্টির ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়ায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বন্যা প্লাবনের আশঙ্কা
সেইসঙ্গে নিচু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত সেইসঙ্গে নতুন নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণের বেশকিছু নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে।