বাংলাহান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে বাংলার দক্ষিণের আবহাওয়ায় (Weather) বৃষ্টির দেখা নেই। উল্টে তাপমাত্রার পারদ বেড়েছে বেশ কিছুটা। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, রবিবার থেকে বৃষ্টি বাড়বে বাংলার উত্তরে। তবে বর্তমান সময়ে তারা দক্ষিণেও বৃষ্টির আভাষ দিচ্ছেন।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা সরে গিয়ে উত্তরের উপর অবস্থান করছে। যার ফলে এবার থেকে উত্তরে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার থেকে মঙ্গলবাররে মধ্যে ভারি বৃষ্টির সম্মুখীন হবে বাংলার উত্তরবঙ্গ। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির পাশাপাশি বেশ কিছু জায়গায় রয়েছে আগাম বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও আগাম বৃষ্টির সতর্কতা জারী করল আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে পরবর্তীতে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায়ও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে উজ্জ্বল রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই সঙ্গে বেলার দিকে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু রাতের দিকে থাকবে আবছা আকাশ।
এবছর বৃষ্টির পরিমাণ
প্রসঙ্গত, ভারতে গত ৪৪ বছরে এমন বৃষ্টি হয়নি, এমনটাই জানিয়েহে আবহাওয়া দফতর। পিটিআই-এর এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এবছর আগস্ট মাসে ২৫ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৮৩ সালের আগস্ট মাসে ২৩.৮% অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। ১৯৭৬ সালের আগস্ট মাসে ২৮.৪% অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা