আগামী কয়েক ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ধেয়ে আসছে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ পরিবর্তন ঘটছে আবহাওয়ার (Weather)। ধীরে ধীরে বাতাসে জলীয় বাস্পের প্রভাব বৃদ্ধি পাওয়ায়, আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে বাংলার দক্ষিণের আকাশে। উল্টো দিকে উত্তরের আকাশে কালো মেঘের ঘনঘটা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অবধি জারী থাকবে এই বৃষ্টিপাত।

বৃষ্টির সম্ভাবনা
কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির পাশাপাশি বেশ কিছু জায়গায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

rainfall 6

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে হালকা রোদ হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে রাতের দিকে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতসহ বৃষ্টির আভাস দিছে আবহাওয়া দফতর।

টানা বৃষ্টির জেরে বাংলার দক্ষিণের মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল। তাপমাত্রার পারদ বেশ কিছুটা কমে গিয়েছিল। তবে বিগত কয়েকদিনের বৃষ্টির অভাবে আবারও কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে।

rain 8 1

দক্ষিণে বৃষ্টির আভাস
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানাচ্ছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেশ কিছু জায়াগায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে ফিরছে আবারও আদ্রতা জনিত অস্বস্তি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর