বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে লম্বা টেস্ট ম্যাচ খেলার পর আবহাওয়া (Weather) সাময়িক বিশ্রাম নিচ্ছিল। মাঝে মধ্যে কোথাও দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা দিলেও, ভারী বৃষ্টিপাত ছিল আপাতত স্থগিত। এবার আবহাওয়া দফতর আবারও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। জানা গিয়েছে, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে প্রবল বর্ষণে ভিজবে গোটা বাংলা।
উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৌসুমী অক্ষরেখা বেশ কিছুটা উত্তরের দিকে সরবে। যার জেরে উত্তরবঙ্গ তো বটেই, তার সাথে সাথে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিও প্রবল বৃষ্টিপাতের সম্মুখীন হবে। সেইসঙ্গে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরে রোদের ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে। সেইসঙ্গে বাতাসে উষ্ণতার পরিমাণও বেশ বেশি। টানা বৃষ্টির সাথে সাথে বাতাসে আদ্রতার পরিমাণ কমলেও, বৃষ্টি বন্ধ হতেই আবার জায়গা করছে তাপপ্রবাহ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজকে সকালের দিকে শহরের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বিকালের দিকে ধীরে ধীরে আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে। তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকবে।
দক্ষিণে হবে বিক্ষিপ্ত বৃষ্টি
উত্তরে ভারী বৃষ্টির মাঝে দক্ষিণেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। মৌসুমি অক্ষরেখা বেশ অনেকটাই নিচের দিকে নেমে এসেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলাগুলির উপর ঘূর্ণাবর্ত অবস্থান করায়, মাঝে মধ্যেই বাংলার দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।