সপ্তাহের শেষে বাংলায় আবারও ধেয়ে আসছে প্রবল বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বদলাচ্ছে আবহাওয়ার (Weather) গতি প্রকৃতি। পরিবর্তন ঘটছে নিম্নচাপের অবস্থানেও। একটানা বৃষ্টির টেস্ট ম্যাচের মধ্যে ঘটেছে সাময়িক বিরতি। কিছুটা রেস্ট নিয়ে আবারও ফিরবে নিজ মুডে। বর্তমানে প্রবল বৃষ্টির হাত থেকে একটু রেহাই মিললেও, সপ্তাহান্তে আবারও বাংলার দক্ষিণে ধেয়ে আসছে প্রবল বর্ষা জানাচ্ছে আবহাওয়া দফতর।

252505 untitled 1

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মূলত সারাটা দিন আবছা রোদোই বিরাজ করবে শহরের বেশিরভাগ অঞ্চলে। তবে বাড়ছে আদ্রতার পরিমাণও।

rain 1 6

দানা বাধছে নিম্নচাপ
উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ দানা বাধছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য ভারতের দিকে গেলেও গাঙ্গেয় বঙ্গ এবং ওড়িশায় ঘটাবে প্রবল বৃষ্টিপাত। যার ফলে সপ্তাহান্তে বাংলার দক্ষিণবঙ্গে আবারও হতে পারে প্রচুর বৃষ্টিপাত, এমনটা জানাচ্ছে আবহাওয়াবিদরা। রবিবার এবং সোমবার থেকে বাংলায় আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

thewall rain 1

কোথায় কোথায় বৃষ্টি হবে?
আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবার এবং রবিবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে গুজরাট, কোঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে তামিলনাডু, কেরালা ও কর্নাটক উপকূল এলাকায় আগামী ৪-৫ দিন রয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর