বিয়ারের বোতলে প্রস্রাব!

 

বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটি শুনতে হাস্যকর হলেও আরামবাগের সৌরিন গতকাল বন্ধুদের সাথে মদ্যপান করতে বসে এমন কান্ড ই ঘটালো।

 

জানা গিয়েছে, বছর ২৫ এর আরামবাগের বাসিন্দা সৌরিন গতকাল বন্ধুদের সাথে ওখানকার লোকাল একটি বারে মদ খেতে আসেন। প্রথমে তারা ওয়েটার কে পাঁচ বোতল বিয়ারের অর্ডার দেন। চার বোতল দিয়ে যাওয়ার পর, ওয়েটার জানান লাস্ট এক বোতল বিয়ার একটু বাদে দিচ্ছেন। লাস্ট বিয়ার টি দেওয়ার পর সৌরিন বোতলটি খুলে মুখে দেওয়ার পরই চিৎকার করে ওঠে। সবাই হকচকিয়ে গেলেও পরে জানতে পারে বোতলে প্রস্রাব রয়েছে।

a77c3 img 20190529 212443 1

কিন্ত আসল ঘটনাটি ঘটে এর পরেই। হঠাৎই এর মাঝে কথা বলতে বলতে সৌরিন কথা বলতে বলতে ওয়েটার এর মাথায় পাশে রাখা চিকেন কাটলেট থেকে এক পিস তুলে মাথায় ছুড়ে মারেন। পরিস্থিতি হাতাহাতি তে পৌঁছলে আশেপাশের লোকজনেরা এসে পরিস্থিতি সামাল দেন।

সম্পর্কিত খবর