খাস কলকাতায় নেতাজির মূর্তি ভেঙে শৌচাগার! মেয়রকে জানিয়ে হয়নি লাভ, অভিযোগ শুনে ক্ষুব্ধ হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর ভূমিকা কারও অজানা নয়। উজ্জ্বল ও মহান চরিত্র বাঙালি তথা গোটা দেশের ‘বীর সন্তান’ হিসাবে উল্লেখ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose)। আর তাঁরই মূর্তি ভেঙে তৈরী করা হচ্ছে শৌচাগার! তাও আবার খাস কলকাতায় (Kolkata)। শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি। সম্প্রতি এই অভিযোগে একটি মামলাও দায়ের হয়েছে কলকাতায় হাইকোর্টে (Calcutta High Court)।

মঙ্গলবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই এই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অভিযোগ শুনে কলকাতা পুরসভার এক অফিসার নিয়োগ করে এলাকার পরিদর্শনের পর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

সূত্রের খবর, শ্রদ্ধানন্দ পার্কের কাছে ১৪১/১ কটন স্ট্রিট এলাকায় একটি গলিতে নেতাজির মূর্তি ছিল। অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই মূর্তি ভেঙে ফেলে তার বদলে সেখানে শৌচাগার তৈরি করা হচ্ছে। এই নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

এই মামলার আবেদনকারী সুশীলকুমার সিংহের আইনজীবী মনোজিৎ ভট্টাচার্য ও সুমিত্রা ভট্টাচার্য নিয়োগী আদালতে জানায়, বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার মেয়রকে লিখিত ভাবে অভিযোগ জানানোর পরও কোনও সুরাহা হয়নি।

high court

আরও পড়ুন: বাজেটেই ধামাকা! ৫০ শতাংশ DA ঘোষণা করা হতে পারে, কতটা বাড়বে বেতন? রইল লেটেস্ট আপডেট

সমস্ত অভিযোগ শুনে ডিভিশন বেঞ্চের নির্দেশ, অবিলম্বে ওই এলাকা পরিদর্শনের জন্য পুরসভাকে এক অফিসারকে নিয়োগ করতে হবে। পাশাপাশি আগামী দু’সপ্তাহের মধ্যে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর