টয়লেটের জলে তৈরী হচ্ছে খাবার, ভাইরাল হলো ভিডিও !

 

বাংলা hunt ডেস্ক : এমনিতেই চারপাশে এখন শুধুই ভেজাল।তার মাঝে ইতি উতি আরও অন‍্যান‍্য খবর সেই ভেজাল খবরকে এক অন‍্যমাত্রা এনে দেয়।এখন যে ভেজাল খবরের কথা বলবো তা খাবার কেন্দ্রীক।এবার টয়লেটের জল দিয়ে তৈরী করা হলো ইডলির চাটনি।বরিওয়ালি স্টেশন লাগোয়া একটি দোকানে সেই চাটনি তৃপ্তি সহ খেতো সকলে।

 

৪৫ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে ইডলি বিক্রেতা রেলের টয়লেটের জল ভরে নিয়ে গিয়ে তা দিয়ে বানাচ্ছেন চাটনি।এবং লোকে তা খাচ্ছে আয়েশ করে।

d4c32 img 20190602 wa0028

পরবর্তী সময়ে সেই ভিডিওটি নজরে আসে এফডিও মুম্বাই প্রধান শৈলেশ যাদবের, সংবাদ মাধ্যমকে তিনি জানান অভিযুক্তের বিপক্ষে উপযুক্ত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর