বাংলাহান্ট ডেস্কঃ সংগঠনের নাম করে টাকা তুলছে কেউ কেউ- তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (inttuc) মঞ্চ থেকে এমনই এক বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (ritabrata banerjee)। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শনিবার ছিল আইএনটিটিইউসি-র বনগাঁ সাংগঠনিক জেলার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। সেখানেই উপস্থিত হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ৯১ ও ৯২ নম্বর বাস রুট নিয়ে অভিযোগ এসেছে কেউ কেউ সংগঠনের নামে ভয় দেখিয়ে টাকা চাইছে।
তিনি আরও বলেন, যদি কেউ হাসপাতালের আয়াদের থেকেও টাকা চান, তাহলেও আমাদের জানাবেন। দল ও প্রশাসনের শীর্ষ স্তরে সবটাই জানানো হয়েছে। প্রয়োজনে ধর্না দিয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার অনুরোধও করতে পারি। সেইসঙ্গে ৬২৯২২৬২৪৬৩ হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে তিনি বলেন, কেউ টাকা চাইলে, এই নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র ৭ দিনের মধ্যেই সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত তৃণমূলে যোগ দিতেই তাঁকে দলের ট্রেড ইউনিয়ন ফ্রন্টের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই জেলায় জেলায় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, আইএনটিটিইউসি কোনও ভাবেই কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দেবে না। অনেকের ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে আইএনটিটিইউসি-র নামে। আবার অনেক সময় দেখা যাচ্ছে, সরকারকে হিসেব না দিয়েই আনঅথোরাইজড অটো দেওয়া হচ্ছে। সবটাই বন্ধ করতে হবে।