বাংলাহান্ট ডেস্ক : মিটে গেছে ভারতের (India) অষ্টাদশ লোকসভা নির্বাচন। ৭ দফায় গোটা দেশ জুড়ে গত দুমাস ধরে চলেছে ভোট উৎসব। তবে ভোট পর্ব মিটে যেতেই সাধারণ মানুষের উপর পড়তে চলেছে অতিরিক্ত চাপ। জাতীয় সড়ক ও হাইওয়ে (Highways) দিয়ে গাড়ি যাতায়াত করার জন্য দিতে হয় টোল ট্যাক্স (Toll Tax)।
এই টোল ট্যাক্সের পরিমাণ নির্ভর করে জাতীয় সড়ক ও হাইওয়েতে অতিক্রান্ত দূরত্বের উপর ভিত্তি করে। অষ্টাদশ লোকসভা নির্বাচন মেটার সাথে সাথেই বাড়তি চাপ আমজনতার উপর। আজ থেকেই দিতে হবে অতিরিক্ত টোল ট্যাক্স। ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া ৩রা জুন থেকেই টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন কর আজ থেকে প্রযোজ্য হবে দেশের প্রত্যেকটি টোল প্লাজায়।
আরোও পড়ুন : সাবধান! এই মাস থেকেই বাতিলের তালিকায় চলে যাচ্ছে বহু রেশন কার্ড, আপনার সমস্যা হবে না তো ?
ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়া বা এনএইচএআই (NHAI)-র (National Highways Authority of India) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩রা জুন থেকে ৩ থেকে ৫ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে NHAI। বাস, ট্রাকের জন্য দেশের ১১০০ টি টোল প্লাজায় আজ থেকেই নতুন কর প্রযোজ্য হবে।
এনএইচএআই জানাচ্ছে, গত এপ্রিল মাসে যে বার্ষিক পর্যালোচনা হয়েছিল সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল টোল ট্যাক্স বৃদ্ধির। তবে আদর্শ নির্বাচন বিধি লাগু থাকায় নতুন কর প্রযোজ্য করা যায়নি। ভোট পর্ব মেটার পর আজ থেকেই নতুন কর লাগু করা হল। পুরনো টোল ট্যাক্সের তুলনায় আজ থেকে তিন থেকে পাঁচ শতাংশ অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে। আজ থেকে গড়ে অতিরিক্ত ১২৫ টাকা বেশি ট্যাক্স দিতে হবে।