দেবীপক্ষেই ঘরে এল লক্ষ্মী-সরস্বতী, যমজ সন্তানের বাবা হলেন টলিউড অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় সুখবর টলিউডে (Tollywood)। পুজোর আগেই ইন্ডাস্ট্রিতে বাড়ল দুজন নতুন সদস্য। ঘর আলো করে লক্ষ্মী সরস্বতী জন্ম নিল অভিনেতা দেবময় মুখোপাধ্যায়ের পরিবারে। দেবীপক্ষেই দুই কন্যা সন্তানের জন্ম দিলেন দেবময়ের স্ত্রী সায়ন্তী। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা।

বাবা হলেন টলিউড (Tollywood) অভিনেতা

সোমবার যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সায়ন্তী। তাঁর কোল আলো করে এসেছে দুই মেয়ে। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। ষষ্ঠীতে হবে মায়ের বোধন। তার আগে চতুর্থীতে মা হলেন দেবময়ের স্ত্রী। যেন স্বয়ং দুই দেবী লক্ষ্মী এবং সরস্বতীই জন্ম নিয়েছেন তাঁদের ঘরে। আনন্দের ঠিকানা নেই টলিউড (Tollywood) অভিনেতার।

আরো পড়ুন : কী সাহস! নিজেকে সীতার সঙ্গে তুলনা করিনার, পতৌদির বেগমকে ধুয়ে দিলেন নেটিজেনরা

সুখবর জানিয়েছেন দেবময়

সোশ্যাল মিডিয়ায় সন্তান জন্মের সুখবর দিয়েছেন দেবময়। তিনি লিখেছেন, ‘আজ আমি এবং সায়ন্তী যমজ কন্যা সন্তানের বাবা মা হলাম’। অপর একটি পোস্টে টলিউড (Tollywood) অভিনেতা লিখেছেন, ‘সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, আমার সন্তানদের এবং তার মা এর সুস্থতা এবং মঙ্গল কামনা করেছেন। সবাইকে আলাদা করে প্রত্যুত্তর দিতে পারিনি, তার জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার দুই কন্যা সন্তান এবং তাদের মা, আপনাদের শুভেচ্ছায় এবং ভগবানের আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ আছে। সবাইকে আমাদের ২ জনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং অফুরান ভালবাসা। আপনারাও ভাল থাকুন, সুস্থ থাকুন।’

আরো পড়ুন : দুঃস্থ শিশুদের দেবী রূপে কন্যা পূজা অঙ্কিতার, হাতে তুলে দিলেন ১০ টাকা, নবরাত্রিতে অভিনব উদ্যোগ

ইন্ডাস্ট্রির পরিচিত মুখ দেবময়

প্রসঙ্গত, টেলিভিশনের অতি পরিচিত মুখ দেবময় মুখোপাধ্যায়। বেশ কিছু সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবিনয় নিবেদন, তবু মনে রেখো, ওম নমঃ শিবায়, জয় কালী কলকাত্তাওয়ালীর মতো সিরিয়ালে কাজ করেছেন দেবময়। ছোটপর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছে, ‘আলোর কোলে’ ধারাবাহিকে। এছাড়াও টলিউডেও (Tollywood) বেশ কিছু ছবিতে কাজ করেছেন অভিনেতা। বোঝে না সে বোঝে না, পারব না আমি ছাড়তে তোকে-র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

Tollywood

২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দেবময়। তাঁর স্ত্রী সায়ন্তী রায় পেশায় শিক্ষিকা। বিয়ের ছয় বছর পর পরিবার বাড়ল তাঁদের। বাবা হওয়ার সুখবর দিলেন দেবময়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর