BJP-র সঙ্গ ত্যাগ মোস্ট লিডিং হিরোর! প্রেমিকা কৌশানির মতোই তৃণমূলে ‘এন্ট্রি’ বনির

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা থেকে নেতা হয়েছেন অনেকেই। দেব, হিরণ, সোহম- সেই তালিকায় নাম রয়েছে অনেকের। বনি সেনগুপ্তও (Bonny Sengupta) রাজনীতির আঙিনায় পা রেখেছেন বেশ অনেকটা সময় হয়ে গেল। এতদিন BJP-র অংশ ছিলেন তিনি। তবে লোকসভা ভোটের মাঝে গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে (Trinamool Congress) নাম লেখালেন টলিপাড়ার ‘লিডিং মোস্ট হিরো’।

বনি-প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় অনেকদিন ধরেই তৃণমূল (TMC) শিবিরের অংশ। বনি এতদিন ছিলেন ‘বিরোধী’ দলে। তবে লোকসভা ভোট চলাকালীনই পদ্মের (BJP) ‘মোহ’ কাটিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। আর তৃণমূলে নাম লেখানোর পরেই দলের হয়ে কাজেও নেমে পড়লেন অভিনেতা।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত পরিচিত এক মুখ হলেন বনি। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। গত বছর অবশ্য দুর্নীতিতে নাম জড়িয়েছিল তাঁর। ইডির তরফ থেকে ডাকও পাঠানো হয়েছিল তাঁকে। সেই সময় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় ‘বরবাদ’ নায়ককে। তবে উপযুক্ত জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করেছিলেন তিনি। এবার তিনিই নাম লেখালেন তৃণমূলে।

আরও পড়ুনঃ সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়! শাহজাহান-গড়ে এবার যা করল CBI … তোলপাড় রাজ্য!

বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্যান পেজের তরফ থেকে বনির দলবদলের খবর দেওয়া হয়। অভিনেতার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন অভিনেতা বনি’। এরপর অভিনেতা নিজেও ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন।

Bonny Sengupta

বর্তমানে রাজ্যজুড়ে ভোটের আবহ। ইতিমধ্যেই প্রথম চার দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী সোমবার পঞ্চম দফার নির্বাচন রয়েছে। হাওড়া, হুগলি, ব্যারাকপুর সহ রাজ্যের বেশ কয়েকটি আসনে নির্বাচন রয়েছে সেদিন। তৃণমূলে নাম লেখানোর পর সম্প্রতি নৈহাটিতে দলের হয়ে প্রচার করতে যান টলি অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজের প্রচার কর্মসূচির একাধিক ঝলক শেয়ার করেছেন বনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর