‘২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলব, পাত্রী কে?’ ব্যাচেলর তকমা ঘোচাতে মরিয়া রুদ্রনীল, দিলেন বড় খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক : সতীর্থদের উইকেট পড়লেও এখনও পর্যন্ত নিজেকে এসব থেকে দূরে রেখেছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর বললে এখন কেবল তার নামটাই মাথায় আসে। দীর্ঘ কেরিয়ারে একাধিক নারীর সান্নিধ্য পেলেও কেউই আর চিরস্থায়ী হননি। আর তাই তো ৫০ পেরিয়ে ৫১ তেও একাই রয়ে গেছেন রুদ্রনীল ঘোষ।

যদিও এতে তো আর বন্ধু বান্ধবদের ঠেকানো যায়না। কমবেশি প্রত্যেকেরই প্রশ্ন, কবে বিয়ে (Marriage) করছেন তিনি? সমবয়সী অভিনেতা অভিনেত্রী তো বটেই, এখন তো তার চেয়ে ছোটরাও বিয়ে সেরে ফেলেছেন। তাহলে তিনি এখনও আইবুড়ো কেন? এবার সবার কৌতূহল মিটিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন রুদ্রনীল।

আসলে কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতার প্রাণের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়। সেই বিয়েতে হাজিরও ছিলেন তিনি। বন্ধুকে বিয়ে করতে দেখেই নাকি মনে বিয়ের সাধ জেগেছে বলে জানিয়েছিলেন রুদ্রনীল। অভিনেতার কথায়, ‘পরমটাও বিয়ে করে নিল৷ আমি,পরম, রাজ কাঞ্চন একটা টিম ছিলাম৷ রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে৷ আমি আর পরম একটা জুটি ছিলাম৷ পরমও বিয়েটা করে নিল এখন আমি দলছুট৷’

আরও পড়ুন : আজও জীবিত রামের বংশধররা, ৫০০ বছরের ব্রত ভেঙে পাগড়ি পরলেন সূর্যবংশী ঠাকুরেরা

rudranil

এইদিন রুদ্রনীল আরও বললেন, ‘তবে এবার বিয়েটা করেই ফেলব৷ ২০২৪ সালেই বিয়েটা করব, একথা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম৷’ তবে এখন ভক্তদের প্রশ্ন হল, কাকে বিয়ে করবেন রুদ্রনীল। এই প্রসঙ্গে অভিনেতা জানান, পাত্রী এখনও ঠিক হয়নি৷ পাত্রীর খোঁজ চলছে এখন৷’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X