‘রাতের খাবার খেয়েছো তো? কৃষকদের ধন‍্যবাদ জানাও’, ভিডিও পোস্ট করে কৃষক আন্দোলনে সমর্থন সৌরভ দাসের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত কুড়ি দিনেরও বেশি সময় ধরে দিল্লি ও পঞ্জাব, হরিয়ানায় কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দেলনে নেমেছে লাখো লাখো কৃষক। একে বিশ্বের সবথেকে বড় কৃষক আন্দোলন (farmers protest) বলে আখ‍্যা দেওয়া হয়েছে। কৃষকদের এই প্রতিবাদে সামিল হয়েছেন রূপোলি জগতের তারকারাও।

বলিউডের পর এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (saurav das) পাশে দাঁড়ালেন কৃষকদের। রাতের খাবারটা পেলেও তার জন‍্য একজন কৃষককেই ধন‍্যবাদ জানানো উচিত, সাফ কথা অভিনেতার। একটি ভিডিও সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সৌরভ। সঙ্গে লেখেন, ‘রাতে খাবার খেয়েছো তো? কৃষকদের ধন‍্যবাদ জানাও’।


কৃষকদের উৎসর্গ করেই এই মিউজিক ভিডিওটি তৈরি। ‘একলা চলো রে’ নামে এই ভিডিওটিতে একজন কৃষকের ভূমিকায় দেখা গিয়েছে সৌরভকে।  ভিডিওটি দুদিন আগেই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন অভিনেতা। এবার এই ভিডিওর মাধ‍্যমেই কৃষক আন্দোলনে নিজের অবস্থান স্পষ্ট করলেন সৌরভ।

https://www.instagram.com/tv/CIde0Mlhi70/?igshid=1f5rkibcz5y0n


সৌরভ একা নন। সম্প্রতি সিঙ্গুরে শুটিংয়ে গিয়ে কৃষক মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান।ভানতে দেখা যায় আরেক অভিনেত্রী সায়নী ঘোষকে। কৃষক আন্দোলন নিয়ে তাঁর বক্তব‍্য, কৃষকরাই আমাদের অন্নদাতা। অথচ ওদের পাশে আমরা সেভাবে দাঁড়াচ্ছি না। কৃষক আন্দোলন তো শুধু পঞ্জাবের নয়, গোটা দেশের।

https://www.instagram.com/p/CIf3F7SAfjz/?igshid=v4dnl07nws0r

সম্প্রতি আন্দোলনরত কৃষকদের শীতবস্ত্রের জন‍্য  এক কোটি টাকা অনুদান দিয়েছেন পঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ। কৃষকদের পাশে দাঁড়ানোর জন‍্য সিঙ্ঘু বর্ডারে পৌঁছে যান দিলজিৎ দোসাঞ্ঝ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে কৃষকদের মনোবল তো তিনি বাড়ানই, সেই সঙ্গে কঙ্গনার উদ্দেশেও ফের একবার তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন অভিনেতা।

সম্পর্কিত খবর

X