বাংলা হান্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরাগীদের সংখ্যা নেহাত কম নেই। তাছাড়া এখনকার দিনে তো বিনোদন (Entertainment) আর রাজনীতি (Politics) মিলেমিশে একাকার। তৃণমূল নেত্রী ছত্রছায়াতেই নাম লিখিয়েছেন বাংলার বহু অভিনেতা-অভিনেত্রী।
যদিও আজ পর্যন্ত কখনওই সেই জোয়ারে গা ভাসাতে দেখা যায়নি বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya)। তাই মুখ্যমন্ত্রী মঞ্চে থাকলে তাঁর আশেপাশে সেলিব্রেটিদের হুড়োহুড়ি পড়ে গেলেও সেখানে কখনওই বিশেষ উপস্থিতি টের পাওয়া যায়নি। তবে সম্প্রতি দ্য-ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর কথায় উঠে এল স্পষ্ট মমতা বন্দনা।
তাঁর সাথে যে মুখ্যমন্ত্রীর সম্পর্ক এত গভীর এত পুরনো তা বোঝাতেই এদিন এক ধাক্কায় ৩০ বছর পিছিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। অতীত ঘেঁটে সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে অপরাজিতা এদিন জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসম্ভব ভালোবাসেন। কিন্তু কেন?
এরপরেই রাজ্যের লড়াকু মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা বলেন,’৯২ সাল থেকেই ভালবাসি। আমাদের ওখানে ডুমুরজলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছিল। সেই সময়ে তাঁর বিরোধী (পড়ুন সিপিএম) আধলা ইট ছুড়ছিল। তখন যারা রুলিং পার্টি ছিল, তাদের হয় লোকে ভয় পেত না হলে ওই পার্টিটাই করত। আমি মন্ত্রমুগ্ধের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতাম।’
আরও পড়ুন: ভাইপোর থেকে টাকা নেন, ওনার ‘পেইড স্টাফ’! সাংবাদিককে তুমুল আক্রমণ BJP-র অভিজিতের
এখানেই শেষ নয় অতীতের কথা বলতে গিয়ে এদিন অভিনেত্রী আরও বলেন, ‘অনেক সময়ে নাচের স্কুল থেকে ফেরার সময়ে হাজরায় নেমে পড়তাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতাম। আমার আগ্রহেই শুনতাম। কারণ, অনেকেই আমাকে বলত নাচ করে গান করে ছাই হবে। নেচে গেয়ে বেড়ালে ভাল বিয়ে হবে না। তখন কী হবে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের নবজাগরণের কথা বলতেন। মেয়েদের বুকে বল পাওয়ার কথা বলতেন। তা খুব খুব সাড়া জাগিয়েছিল’।
তবে এখনকার এই সোশ্যাল মিডিয়ার জামানায় রাজ্যের মুখ্যমন্ত্রীর করা বেশ কিছু মন্তব্য নিয়ে হামেশাই ট্রোল করা হয় সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রীকে নিয়ে করা এই ট্রোলিং প্রসঙ্গে এদিন অপরাজিতা বলেছেন, ‘আমি এখনও ওনার কথা শুনি। ওনার দু-একটা কথা নিয়ে মিম হয় ঠিকই। কিন্তু ওনার কথা কেউ মন দিয়ে শুনলে বুঝতে পারবেন তা খুব মিনিংফুল।’