অসুস্থ হয়ে হাসপাতালে চিত্রা সেন! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী? জানালেন পুত্র কৌশিক

বাংলাহান্ট ডেস্ক : শারীরিকভাবে বর্তমানে ভীষণ অসুস্থ চলচ্চিত্র অভিনেতা কৌশিক সেনের মা চিত্রা সেন। চিত্রা সেন নিজেও টলিউড (Tollywood) একজন অভিনেত্রী (Actress)। ইদানিং তাঁকে পর্দায় কম দেখা যাচ্ছিল। জানা গিয়েছে যে, বৃহস্পতিবার দিন রেশমি এবং ঋদ্ধি হাসপাতালে নিয়ে যান অসুস্থ অভিনেত্রীকে। সেদিন কাজে আটকে পড়ার জন্য হাসপাতালে পৌঁছাতে পারেননি কৌশিক সেন।

পরের দিন গিয়েছিলেন তিনি। কিন্তু এখন কেমন আছেন কৌশিক সেনের মা চিত্রা সেন? প্রথম সারির একটি সমাধানের পক্ষ থেকে অভিনেতা কৌশিক সেনের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেই নিজের মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে সবটাই জানিয়েছেন তিনি। অভিনেতার কথায়,”সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা দিয়েছিল। গরমের মধ্যে হতেই পারে এটা। আশঙ্কার কিছু নেই, এটাই স্বস্তিদায়ক”।

আরোও পড়ুন : প্রথা, আচার ছাড়া হিন্দু বিবাহ অবৈধ! সাফ জানাল শীর্ষ আদালত

খবর, টাকিতে রেশমির আউটডোর শুটিং চলছিল। হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তিনি। এরপর ছেলে ঋদ্ধির সঙ্গে হাসপাতলে পৌঁছান কৌশিক। অভিনেতার কথায়, “ইসিজি, ইকোর রিপোর্ট সবই ঠিক আছে। চিকিৎসক জানিয়েছেন ভয়ের কিছু নেই। আসলে মায়ের অনেক বয়স হয়েছে। বার্ধক্যজনিত নানা লক্ষণ দেখা দিচ্ছে। মায়ের বয়স ৮৫ পেরিয়ে গিয়েছে। কখনও হয়তো কোমরে ব্যথা, কখনও আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে।” নিজেদের ধারাবাহিক এবং ছবি নিয়ে বর্তমানে কৌশিক-রেশমী দু’জনেই ব্যস্ত।

 

প্রসঙ্গত, কৌশিক সেনের মা চিত্রা সেন নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। ইতিমধ্যেই বহু বাংলা সিনেমা ধারাবাহিক এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘জুটুক’ ১৯৫৮), ‘কোমল গান্ধার’ (১৯৬১), ‘ব্যক্তিগত সহকারী’ (১৯৫৯), ‘জয়ের শহর’ (১৯৯২), ‘কন্যাদান’ (১৯৯৩) ‘১৯শে এপ্রিল’ (১৯৯৪) সহ নানান ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।  বহু জনপ্রিয় ধারাবাহিকেও তিনি পরিচিত মুখ। তবে ইদানিং অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর