‘মানসিক সুস্থতা কামনা করি…’, বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তায় এ কি বললেন কোয়েল?

বাংলা হান্ট ডেস্ক : পুজোর কটা দিন হই হই করে কাটানোর পর এবার সকলের মন খারাপের পালা। বাংলা পঞ্জিকা মতে ইতিমধ্যেই ভাসান হয়েছে দেবী দুর্গার। আর উমার কৈলাসে আগমনের সাথে সাথেই  মর্ত্যবাসীর মনে বিসাদের সুর। পুজোর কটা দিন কলকাতার মল্লিক বাড়ির অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) বাড়ির দুর্গা পুজো ঘিরে থাকে বিশাল আড়ম্বর।

বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তায় কি বললেন কোয়েল মল্লিক (Koel Mallick)?

এই বছর ২০০ বছরে পদার্পণ করেছে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো।  সেই সাথে এ বছর অন্তঃসত্ত্বা রঞ্জিত কন্যা কোয়েল (Koel Mallick)। গর্ভাবস্থাতেই প্রত্যেক বছরের মত এই বছরেও পুজোর দিন গুলোতে কোয়েল (Koel Mallick) হয়ে উঠেছিলেন একেবারে ঘরের মেয়ে। তাই পুজোর দিন গুলোয় দেবীবরণ করে গোটা পরিবারের সাথে সিঁদুর খেলা মেতে উঠতে দেখা গিয়েছে কোয়েলকে।

কিন্তু সিঁদুর খেলা শেষে সকালের উদ্দেশ্যে অভিনেত্রী দিলেন এক বিশেষ বার্তা। বললেন, ‘এটা কিন্তু আমাদের সবারই কর্তব্য।’ কিন্তু হঠাৎ কোয়েল কেন এমন বললেন? শুভেচ্ছা জানাতেই  সোশ্যাল মিডিয়ায় দুটো ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। যার মধ্যে একটি ভিডিওতে পুজোর নানান মুহূর্তের   বেশ কিছু ছবি কোলাজ করে পোস্ট করতে দেখা গিয়েছে কোয়েলকে।

আরও পড়ুন : দুর্গাপুজো শেষ হতেই বড় সিদ্ধান্ত নিলেন অপরাজিতা! হঠাৎ কি হল অভিনেত্রীর?

সেখানে কখনও দেবীকে বরণ করার মুহূর্ত উঠে এসেছে, আবার কখনও দেখা গিয়েছে বাবা রঞ্জিত মল্লিক সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হাসি মজা করার মুহূর্ত। ছেলে কবীরের সাথেও এদিন খুনসুটি করতে দেখা গেল অভিনেত্রীকে। নিজের মায়ের সাথেও এদিন সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন কোয়েল।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

সিঁদুর খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তায় অভিনেত্রী বলেছেন, ‘শুভ বিজয়া জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজ মন খারাপের দিন যদিও কিন্তু নিজেদের শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে। ভালো থাকবেন সকলে, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুস্থ থাকবেন। মানসিক সুস্থতা কামনা করি প্রত্যেকের। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। এটা আমাদের কর্তব্য।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর