‘আমাকে ফুটবল ক্যুইজে ডাকা হোক’, ভিনিসিয়াসকে পেলে বানিয়ে দেওয়া পোস্টের স্বপক্ষে যুক্তি মধুমিতার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছর অর্থাৎ ২০২২ সালের ২৯ শে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফুটবলের সম্রাট পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজের কেরিয়ারে ৩টি ফুটবল বিশ্বকাপ জিতেছেন। এছাড়া ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোস এবং নিউইয়র্ক কসমস ক্লাবের হয়ে একাধিক শিরোপা জিতেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন মেসি, রোনাল্ডোর মহাতারকা থেকে শুরু করে সাধারণ ফুটবলপ্রেমীরাও।

সেই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন সাম্প্রতিক কালের জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। কিন্তু তেলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে গিয়ে একটি বড় ভুল করে ফেলেছিলেন তিনি। পেলের পাশাপাশি বর্তমান ব্রাজিলিয়ান দলের লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবি শেয়ার করে পেলের আত্মার শান্তি কামনা করেছিলেন তিনি।

pele vini madhumita

এরপর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র ব্যাঙ্গের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। কোনও বিষয়ে ঠিকঠাক না জেনে কেন সেই বিষয়ে নিজের জ্ঞান জাহির করতে এসেছেন তা নিয়ে অনেকেই আক্রমণ করেছেন তাকে। অবশেষে একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সেই সমস্ত নেটিজেনদের পাল্টা জবাব দিলেন টলিউড অভিনেত্রী।

অভিনেত্রী সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, “মানুষ মাত্রই সকলের কিছু ভুল হয়। আমারও তেমনটাই হয়েছিল। কিন্তু সেদিন ফুটবল জগতের একজন কিংবদন্তি মারা গিয়েছেন। আমার মনে হয় আমার করা ভুলটি নয়, সেদিন সকলের ওই শোকবার্তাটি নিয়েই ব্যস্ত খাকা উচিত ছিল।”

মধুমিতা আরও বলেছেন, “আমি এসব সমালোচনা নিয়ে একেবারেই ভাবিত হই না। আমার একটাই ভুল হয়েছিল, সেটা হচ্ছে ওইদিন আমার প্রিয় খেলোয়াড়কে নিয়ে পোস্টটি আমার নিজেরই করা উচিত ছিল, তাহলে গন্ডগোলটা হতো না। আর যারা আমার ফুটবল জ্ঞান নিয়ে সমালোচনা করেছেন, তারা যদি আমার সাথে ফুটবল ক্যুইজে বসেন তাহলে বুঝতে পারবেন আমার ফুটবল জ্ঞান কতটা।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর