‘….আমি অভিনয়ের কিছু জানি না’, বছরভর হাতে ঠাসা কাজ থাকতেও, কীসের আফসোস মধুমিতার?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। বাংলা সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে হাতে খড়ি হলেও এখন মধুমিতা (Madhumita Sarcar) সিনেমার পাশাপাশি চুটিয়ে অভিনয় করছেন বাংলা ওয়েব সিরিজেও। প্রসঙ্গত এবছর স্টার জলসার মহালয়ায় দেবী দুর্গার বিশেষ রূপে ধরা দিতে চলেছেন এই টলি সুন্দরী। সোশ্যাল মিডিয়াতেও বরাবরই দারুন সক্রিয়  থাকেন মধুমিতা (Madhumita Sarcar)।

অভিনয় নিয়ে কীসের আফসোস মধুমিতার (Madhumita Sarcar)?

সেখানে মাঝেমধ্যেই নিত্যনতুন লুকে ধরা দেন এই টলি-সুন্দরী। সোশ্যাল মিডিয়াতেও অগণিত ফ্যান-ফলোয়িং রয়েছে মধুমিতার। কিন্তু এই জনপ্রিয় অভিনেত্রী কিনা নিজের মুখে বলছেন তিনি অভিনয় পারেন না। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মধুমিতার এমনই একটি ভিডিও।

প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় মধুমিতার প্রথম সিরিয়াল ছিল সানন্দা টিভির সবিনয় নিবেদন। এই সিরিয়ালের হাত ধরেই প্রথমবার বাংলা সিরিয়ালের নায়িকা হয়েছিলেন তিনি। তবে একটা সময় ছিল যখন মধুমিতা ভাবতেও পারতেন না অভিনয় করার কথা। সেকথা জানিয়েই কেরিয়ারের একেবারে শুরুর দিকে  সঙ্গীত বাংলায় এক পুরনো সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, তিনি নাকি কখনও ভাবেননি যে তিনি সিরিয়ালে অভিনয় করবেন।

আরও পড়ুন : ৩ মাসেই সফর শেষ, দেবচন্দ্রিমার হিন্দি মেগার! মনখারাপ করে সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন ‘দিয়া’?

মধুমিতার কথায়, ‘আমি কখনও ভাবিওনি সিরিয়াল করব। আমার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’। তার আগে আমি অভিনয়ের কিছুই জানতাম না।’ তিনি জানিয়েছেন অভিনয়ে আসার আগে তিনি শুধু পোজ দিয়ে দাঁড়াতে পারতেন।

Madhumita Sarcar

এরপরেই পুরনো স্মৃতি হাতড়ে প্রথম সিরিয়ালের লুক সেটের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মধুমিতা জানিয়েছিলেন, ‘আমার এখনও মনে আছে, যখন আমাদের লুক সেট চলছিল, তার জন্য ছবি তুলছিলাম, তখন সেখানে আমাদের পরিচালক দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন– মডেলদের মত তুমি পোজ দিও না। কারণ মডেলিং একটা আলাদা পেশা। অভিনয়ের ক্ষেত্রে লুক সেট হলে চরিত্রের মতো করে পোজ দাও। আমি এতটাই শূণ্য থেকে শুরু করেছিলাম।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর