‘স্বাধীনতা দিবস’-এর শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কে মধুমিতা, সাফাই দিয়ে এক হাত নিলেন সহ অভিনেতাকে

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই আরজিকরের (RG Kar) তরুণী হত্যার ঘটনাকে কেন্দ্র করে মন মেজাজ ভালো নেই কারওরই। তারই প্রতিবাদে গতকাল মাঝরাতে কলকাতার রাজপথে নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। এরই মধ্যে আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের (Independence Day) সকালে তৈরি হলো আরও এক নতুন বিতর্ক।

 স্বাধীনতা দিবসে ‘মস্ত ভুল’ করে বিতর্কে জড়ালেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)

এদিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে সাদা সালোয়ার কামিজ পরে, ওড়না উড়িয়ে, এক গাল হাসি নিয়ে সেজেগুজে নিজের একগুচ্ছ  ছবি শেয়ার করেছিলেন বাংলা বিনোদন জগতের এক নামী অভিনেত্রী। তিনি হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন তিনি করে ফেললেন এক ‘মস্ত ভুল’। এদিন ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে একটি-ই কামনা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্ষে।’

   

কিন্তু এখানেই বিপত্তি .আসলে এদিন অভিনেত্রী (Madhumita Sarcar) স্বাধীনতা দিবসের ‘দিবস’ বানানের পাশাপাশি ‘প্রার্থনা’ এবং ‘ভারতবর্ষ’ বানানটাও ভুল লেখেন। আর অভিনেত্রীর (Madhumita Sarcar) সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁকে দু’কথা শোনানোর পাশাপাশি তাঁর  শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন। আসলে মধুমিতা (Madhumita Sarcar) এদিন নিজের ভুল ইনস্টাগ্রামে শুধরে নিলেও ফেসবুকে তখনও থেকে গিয়েছিল।

তাই ঋদ্ধির শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে শুভেচ্ছা বার্তায় অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীনতা দিবেস একটি-ই প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীনভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।’ যদিও পরে  অভিনেত্রী নিজের নিজের পোস্টে প্রার্থনার বদলে কামনা এবং দিবস আর ভারতবর্ষ বানানটি শুধরে নেন। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়া একটি দীর্ঘ পোস্ট করে ঋদ্ধি নায়িকাকে অশিক্ষিত তকমা দিয়ে বসেন।

আরও পড়ুন :  বাস্তবের ছাপ বাংলা সিরিয়ালে! প্রশ্ন উঠছে, সম্মান বাঁচাতে হত্যা অপরাধ নাকি প্রতিবাদ?

যা দেখে তড়িঘড়ি ইন্টাসোরিতে ভিডিও শেয়ার করার পাশাপাশি ঋদ্ধির  করা মন্তব্যের স্ক্রিনশট নিয়ে মধুমিতা লেখেন ‘আমার মনে হয় উনি আমায় ব্যক্তিগতভাবে চেনেন। তবে কিভাবে জানেন? একটি পোষ্টের মাধ্যমে আর দুটো বানান ভুল দেখে। আপনারাও কিন্তু ওনাকে হাত দেখাতে পারেন।

Madhumita

এছাড়াও এদিন এই ঘটনা প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে মধুমিতা বলেছেন, ‘উনি যে আমার কথা ভেবে এত বড় একটা পোস্ট করেছেন, সেটা ভেবেই আমার খুব ভাল লাগছে। ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনও পরিচয় নেই। কোনও দিন দেখাও হয়নি কথাও হয়নি। তবে ওনার মায়ের সঙ্গে আমার পরিচয় রয়েছে। আমরা পরস্পরকে’মাম্মা’ বলে সম্বোধন করি। উনি জানেন আমার শিক্ষাগত যোগ্যতা ঠিক কী? আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নিশ্চয়ই কোনও অশিক্ষিতকে এই বিশ্ববিদ্যালয় ভর্তি নেবেন না।’ এছাড়াও এদিন নিজের ভুলের সাফাই দিয়ে মধুমিতা এদিন বলেছেন, ‘এমন অনেক সময় টাইপিংয়ের সঙ্গে অল্প বিস্তর ভুল অনেকেরই হয়ে যায়। তবু উনি যে আমার জন্য বাংলায় এত বড় একটা পোস্ট করেছেন তার জন্য সত্যিই ওনাকে অনেক ধন্যবাদ।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর