বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভারতবিরোধী পোস্ট ঋত্বিকের! বয়কটের ডাক দিচ্ছে নেটদুনিয়া

বাংলা হান্ট ডেস্ক : গত রবিবার ভারত-অস্ট্রেলিয়ার (India Australia Match) হাইভোল্টেজ ম্যাচ নিয়ে গোটা ভারত যখন চিন্তায় হাত কামড়াচ্ছে তখনই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। ম্যাচের উত্তেজনা যখন তুঙ্গে তখন স্টেডিয়ামে ঢুকে গেল ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়ে বাইশ গজে সোজা কোহলির (Virat Kohli) কাছে পৌঁছে গেল এক প্যালেস্টাইন সমর্থক। নেহাত ফ্যান মোমেন্ট যে নয় তা তো ভীষণভাবে স্পষ্ট।

rittick chakraborty

   

ঋত্বিক চক্রবর্তীর বিতর্কিত পোস্ট

কোহলিকে ছুঁয়ে দেখার উদ্দেশ্যে নয়, হামাস জঙ্গিদের দেশ প্যালেস্টাইনের পতাকা হাতে যুদ্ধ বিরতির বার্তা দিতেই স্টেডিয়ামে ঢুকেছিলেন তিনি। পরে নিরাপত্তারক্ষীরা তাকে মাঠ থেকে বার করে দিলেও ভারত সেই ম্যাচ জেতেনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সবাই যখন হারের কারণ খুঁজতে ব্যস্ত তখন টলিউড (Tollywood) অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) শেয়ার করেন এক বিতর্কিত পোস্ট।

দুটি ছবি পোস্ট করেছেন ঋত্বিক চক্রবর্তী

এইদিন সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন টলি অভিনেতা ঋত্বিক। যার একটিতে রয়েছে বিরাট এবং ঐ ব্যক্তির ছবি। তার পোশাকে জ্বলজ্বল করছে ‘ফ্রি প্যালেস্তাইন’। অপরদিকে অভিনেতার ক্যাপশনে জ্বলজ্বল করছে “যা হয়েছে তা হয়েছে, ঠিক আছে, আমি এই ছবি দু’টো রাখলাম।” এটা দেখার পরেই রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছে নেটিজনদের একটা বড় অংশ। শুরু হয়েছে সমালোচনা।

ট্রোলিং শুরু সোশ্যাল মিডিয়ায়

এক ইউজার লিখেছেন, “দাদা, এসব করে ভাইরাল না হয়ে, একটু অভিনয়ে মন দাও প্লিজ।লাস্ট প্রায় সবকটা সিরিজ বা সিনেমাতেই ছড়িয়েছো। চরিত্রে অতিরিক্ত ঢুকতে গিয়ে হয় ওভার এক্টিং, নয়তো মনোটনাস এক্টিং করেছো। ভীষণ চোখে আর কানে লাগছিলো তোমার অভিনয়। তুমি বরাবর খুবই পছন্দের একজন অভিনেতা আমার। তাই তোমার এই ডাউনফল খুবই কষ্ট দেয়।”

fb img 1700568649932

কটাক্ষের জবাব না দিয়ে এইদিন আরও একটি পোস্ট করে তিনি লিখেছেন, “হিজবিজবিজ বলল,একজনের মাথার ব্যারাম ছিল,সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরমকল্যাণবরেষু,- কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্যবিমুঢ় অমনি ভূমিকম্প হয়ে বাড়িটাড়ি সব পড়ে গিয়েছে”। মজার বিষয় হল, এই পোস্টের কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন অভিনেতা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর