‘সম্পর্কে, আর এক ঘরে থাকা…’ বিয়ের আগেই দেবের সাথে লিভ-ইন নিয়ে মুখ খুললেন রুক্মিণী

   

বাংলা হান্ট ডেস্ক: বিনোদন জগতে একের পর এক বাজছে বিয়ের সানাই। তাই ইদানিং টলিউড (Tollywood) সুপারস্টার দেবের (Dev) সাথে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিণী মিত্রের (Rukmini Mitra) বিয়ে নিয়েও তৈরি হয়েছে বিরাট কৌতূহল। এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি রাজনীতি নিয়েও বেশ খোলামেলা জবাব দিয়ে থাকেন দেব। কিন্তু আজ পর্যন্ত যতবারই বিয়ের প্রশ্ন উঠেছে পাশ কাটিয়ে চলে গিয়েছেন টলিউড তারকা।

তাই সকলের মনেই কৌতূহল তবে কি সম্পর্কে থাকলেও বিয়েতে বিশ্বাসী নন এই টলিউড তারকা? তাহলে কি সত্যিই বিয়ে করবেন না দেব-রুক্মিণী? প্রসঙ্গত দেব বর্তমানে রাজ্যের লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। অন্য দিকে রুক্মিণী-ও ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন সিনেমা ‘বুমেরাং’-র প্রচার নিয়ে।

সম্প্রতি এই সিনেমার প্রচারের ফাঁকেই রুক্মিণীর কাছে দেবের সঙ্গে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এদিন হাসি মুখেই অনুরাগীদের আশ্বস্ত করে বলেছেন বিয়েতে বিশ্বাস রয়েছে তাঁর। তাই ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনাও রয়েছে। অভিনেত্রীর কথায়, ‘আমার একটা সম্পর্ক আছে। আর সেটা যতটা ভালোবাসার, তার থেকে অনেক বেশি সম্মানের। ২০১৭-তে আমি সিনেমা জগতে আসার অনেক আগে থেকে।’

শুধু তাই নয়,অভিনেত্রী  এদিন স্পষ্ট বলে দিয়েছেন তাঁর কাছে সবচেয়ে প্রয়োজন ভালো থাকা, খুশি থাকা, আর সঙ্গে অবশ্যই একে-অপরের উপর বিশ্বাস। রুক্মিণীর কথায়, ‘আমার কাছে আমার মনের মানুষটা প্রাইমারি। বাকি সব সেকেন্ডারি। আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফোটোটা, তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছি। আমি সত্যি ভালো আছি, খুশি আছি, কমিটমেন্ট আছি, এটাই দরকার। এই সম্মান, এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে।’

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের দাপটে ওলট পালট টলি কুইন ঋতুপর্ণার সব! ঘরে বসেই মন খারাপ অভিনেত্রীর

শুধু তাই নয়, ভবিষ্যতে দেবের লিভ ইন করার প্রসঙ্গেও এদিন রুক্মিণী বলেছেন, ‘এভাবে বলা মুশকিল। কখন কী হবে। আমি আমার মা-বাবার খুব ভালো সম্পর্ক দেখেছি। আমার বাবাকে শেষ দিন অবধি মাকে চুমু খেতে দেখেছি। তবে আরেক দিক থেকে আমি আমার চেনা অনেককে বলতে শুনেছি, এই মানুষটাকে আগে থেকে চিনলে, বিয়ে করতাম না।’

Dev 2

এরপরেই এদিন রুক্মিণী বলেন ‘কোথাও না কোথাও আমি মনে করি একটা মানুষের সঙ্গে সম্পর্কে থাকা আর সেই মানুষটার সঙ্গে এক ঘরে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার যদি মনে হয় তুমি লিভ ইন করে মানুষটাকে আরও ভালো করে চিনতে পারবে, তাহলেও তাই করো। কে কী বলল, ভেবে লাভ নেই। যদি পরিবার পাশে থাকে, তোমার সিদ্ধান্ত নিতে সুবিধে হয়, তাই করো।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর