সহ্যই করতে পারতেন না! এতদিনে সামনে এল দেবশ্রীর শতাব্দীকে দেখতে না পারার কারণ

বাংলা হান্ট ডেস্ক : সে টলিউড হোক কী বলিউড__নায়িকাদের ক্যাটফাইট নেই এমনটা হতেই পারেনা। প্রত্যেকেরই কারও না কারও সাথে খিটিমিটি লেগেই আছে। কথায় আছে, ওপর ওপর এদের যতই বন্ধুত্ব থাকুক না কেন ভেতর ভেতর শত্রুতা লেগেই আছে। এই যেমন নব্বইয়ের দশকের তিন প্রথম সারির অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy), শতাব্দী রায় (Satabdi Roy) এবং ঋতুপর্ণা সেনগুপ্তের কথাই ধরা হোক না কেন। এই বিষয়ে একবার মুখ খুলেছিলেন শতাব্দী নিজেই।

টলিপাড়ার এই নামজাদা অভিনেত্রী একবার বলেছিলেন, ঋতুপর্ণার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকলেও, দেবশ্রীর সঙ্গে তার একেবারেই জমতনা। তাদের মধ্যে নাকি খুব একটা বনিবনা হতনা। যদিও সেই সময়টা এই তিন নায়িকারই একচ্ছত্র আধিপত্য ছিল বলা চলে। যদিও সেইসময় ঋতুপর্ণা, নায়িকার চেয়ে দেবশ্রী একটু সিনিয়রই ছিলেন। তবুও তিনজনের মধ্যে একটা অদেখা লড়াই তো চলতই।

আসলে শতাব্দী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অবধি টলিউডের নম্বর ওয়ান নায়িকা ছিলেন দেবশ্রীই। রূপ থেকে শুরু করে গুণ সবেতেই তাকে টেক্কা দেওয়া ছিল ভার। তবে শতাব্দী আসার পর সেই একচ্ছত্র আধিপত্যে খানিকটা ভাগ বসে বৈকি। আর তাতেই শুরু হয় একটা সূক্ষ্ম সংঘাত। যদিও এই সংঘাত চোখে দেখা যায়না। শতাব্দী বলেন, ‘আমার অনেক আগে থেকে দেবশ্রী নায়িকা ছিলেন। ও তখন নম্বর ওয়ান নায়িকা ছিলেন। কিন্তু আমি আসার পর চর্চা শুরু হয় যে কে সেরা’।

আরও পড়ুন : বড় চুল, মুখ ভরা দাড়িতে ছবির শ্যুটে মিঠাই-এর ‘সিড’! সেট থেকেই ফাঁস আদৃতের নয়া লুক

এরপরেই নায়িকা আরও বলেন, ‘আমাদের মধ্যে কিন্তু একেবারেই ভালো সম্পর্ক ছিল না। দেবশ্রীর তরফ থেকেই সম্পর্ক ভালো ছিল না। আমি কোনোদিন ওর থেকে ভালোভাবে ওয়েলকাম পাইনি। একসঙ্গে আমরা একটা সিনেমায় (শ্রদ্ধাঞ্জলি) কাজ করেছিলাম। সেখানে প্রসেনজিৎ আমাদের খুব ভালোভাবে সামলেছিল যাতে আমাদের মধ্যে কোনও ঝামেলা না হয়’।

আরও পড়ুন : ‘শুধু পাগলের মত ভালোবেসেছি…’, বিবাহিত অমিতাভের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রেখা

debashree ray

যদিও সম্পর্ক ভালো না হলেও খুব খারাপও ছিলনা। এমনকি এখন তো সেইসব ঠান্ডা লড়াই ভুলেও গেছেন তারা। সাম্প্রতিক সময়ে বেশ বন্ধুর মতোই মেশেন এই দুই নায়িকা। এই বিষয়ে শতাব্দী বলেন, ‘আমাদের মধ্যে এখন সম্পর্ক বেশ ভালো। আমি দেবশ্রীর সঙ্গে এখন খুব কমফর্টেবল বোধ করি। দেখা হলে কথা, খারাপলাগা, ভালোলাগা শেয়ার করি। যখন আমরা নিয়মিতভাবে কাজ করতাম তখন একেবারে ভালো সম্পর্ক ছিল না’। পাশাপাশি ঋতুপর্ণার প্রসঙ্গে জানান, একটা ছবির পোস্টার নিয়ে খানিক দূরত্ব তৈরি হলেও তাদের মধ্যে সেই সমস্যা খুব তাড়াতাড়িই মিটে যায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর