বাংলাদেশে গিয়ে চরম হেনস্থার শিকার সায়ন্তিকা, গায়ে হাতে দিয়ে …! মুখ খুললেন প্রযোজক

বাংলা হান্ট ডেস্ক : টলি অভিনেত্রী সায়ন্তিকার (Sayantika Banerjee) অভিনয় নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। বাংলায় তো বটেই পাশাপাশি পা বাড়িয়েছেন পড়শিদেশ বাংলাদেশেও‌। ঢালিউডেও (Dhalywood) এখন চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। এসবের মাঝেই শোনা যাচ্ছে গত ৭ সেপ্টেম্বর নাকি কলকাতায় ফিরে এসেছেন নায়িকা। কী এমন হল যে তিনি ফিরেই চলে এলেন?

প্রসঙ্গত উল্লেখ্য, তাজু কামরুলের পরিচালনায় সিনেমার শ্যুটিং করছিলেন তিনি। ইতিমধ্যেই ছবির শ্যুটিং থেকে শুরু করে গানের দৃশ্য সবকিছুই চলছিল প্ল্যানমাফিক। তবে এসবের মধ্যেই গোল বাঁধালো একটি ঘটনা। দ্বিতীয় গান শ্যুট করার সময় সায়ন্তিকা অভিযোগ খাপ্পা হয়ে ওঠে কোরিওগ্রাফার মাইকেলের উপর। অভিনেত্রীর অভিযোগ, মাইকেল নাকি তাকে বারংবার স্পর্শ করার চেষ্টা করেছেন।

এদিকে কোরিওগ্রাফার মাইকেল এই বিষয়ে বলেন, ‘প্রথম গানের শ্যুটিং শেষ করে দ্বিতীয় গানের শ্যুটিং করছিলাম আমরা। নাচের স্টেপ দেখানোর সময় হাত ধরতে গেলে সায়ন্তিকা বলেন মুখে বুঝিয়ে দাও, হাত ধরো না। আমি আর কথা না বাড়িয়ে সেভাবেই সবটা করেছি। কোনও সমস্যা হলে তো তিনি তখনই বলতেন। কিছুই বুঝতে পারিনি।’

আরও পড়ুন : ‘হঠাৎই বমি, তারপরেই…’, প্রয়াত হীরক রাজার মন্ত্রী সমীর মুখোপাধ্যায়

এদিকে সায়ন্তিকা নাকি দাবি করেছেন, মাইকেল থাকলে তিনি আর এই ছবির অংশ থাকবেননা। যদিও ছবির পরিচালক এখনও এই বিষয়ে মুখ খোলেননি। এদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এরকম কোনও ঘটনাই নাকি ঘটেনি। একজন পেশাদার অভিনেত্রী হয়ে এরকম কাজ তিনি করতেই পারেননা। কাজ ঠিকঠাক হলে তিনি এমন কিছু করবেননা যাতে মানুষ সমস্যায় পড়েন।

আরও পড়ুন : ‘আসলে পাগলামোর লক্ষণ’! অনিল-বিবেকের পর নাসিরউদ্দিনকে খোঁচা সুদীপ্ত সেনের

আবার ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, সায়ন্তিকার অভিযোগ নাকি প্রযোজকের দিকেই। সেখানকার প্রোডাকশন হাউসে নাকি নানাবিধ দুরাবস্থা রয়েছে। আর সেই কারণে নানারকম ঝামেলার সম্মুখীন হতে হয়েছে নায়িকাকে। এদিকে প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘সায়ন্তিকা নৃত্য পরিচালক মাইকেলকে নিয়ে অভিযোগ জানান। বলেন, সিনেমা থেকে মাইকেলকে বাদ দিতে হবে।’

আরও পড়ুন : ‘আমাকে আর দেখতে পাবিনা’, বন্ধ হচ্ছে স্মার্ট দিদির হোটেল? হাহুতাশ নন্দিনীর

sayantika banerjee slams for commenting bad words 1677733733883 1677733734155 1677733734155

মনিরুল আরও বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারা গিয়েছে মাইকেলের কোনও দোষ নেই। কাজের স্বার্থেই হাত ধরেছিলেন তিনি। তাই, সায়ন্তিকাকে মাইকেলের সঙ্গেই কাজ করতে হবে বলে জানা গিয়েছে। না হলে কাজ করার কোনও প্রয়োজন নেই।’ প্রযোজকের কথায়, ‘পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান বলে শুনেছি। আমি আমার দেশের শিল্পীদের ছোট করে কোনও কাজ করতে চাই না। এতে আমার ক্ষতি হলেও সমস্যা নেই।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর