‘অভিনেতাদের নাটক দেখে লজ্জিত’! তিলোত্তমার বিচার চেয়ে কেঁদে ভাসালেন ‘প্রতিবাদী’ শ্রীলেখা

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের (RG Kar) তরুণীকে নির্মম হত্যা করে ধর্ষণের ঘটনা প্রতিবাদের মশাল জ্বালিয়ে দিয়েছে গোটা রাজ্যের মানুষের মনে। সাধারণ মানুষ থেকে বিনোদন জগতের তারকা প্রত্যেকেই তিলোত্তমার চরম পরিণতি দেখে গর্জে উঠেছেন। প্রত্যেকের এখন একটাই দাবি মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি তিলোত্তমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইই-চাই।

সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ শ্রীলেখা (Sreelekha Mitra)

ইতিমধ্যেই এই ঘটনা প্রসঙ্গে একে একে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা- অভিনেত্রীরা। কিন্তু তাঁরা তাঁদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা যেভাবে হাপুস নয়নে নাকের জলে, চোখের জলে করে কেঁদে ভাসিয়েছেন তা দেখে তাঁরা প্রত্যেকেই সাধারণ মানুষের কাছে চরম কটাক্ষের শিকার হয়েছেন।

ছেড়ে কথা বলেননি বাংলা সিনেমার (Tollywood) ‘স্পষ্টবাদী’ অভিনেত্রী শ্রীলেখা মিত্র-ও (Sreelekha Mitra)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ছুঁড়ে  দেওয়া শ্রীলেখার এক গুচ্ছ প্রশ্নবাণ। পাশাপাশি রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক হয়েও ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলীর মন্তব্য শুনেও নিজের রাগ সামলাতে পারেননি অভিনেত্রী।

এই মুহূর্তে শ্রীলেখার (Sreelekha Mitra) সেই ভিডিও ছয়লাপ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর এই সাহসিকতা দেখে বাহবা দিচ্ছেন সকলেই। এরইমধ্যে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন শ্রীলেখা। সেখানে তিনি লিখেছেন ‘কিছু ভালো লাগছে না। বাবা-মাকে চাই। আর বাঁচতে ইচ্ছা করছে না।’

আরও পড়ুন : ধরতে পারি তাঁদের, আনঅফিশিয়ালি! আচমকা বিস্ফোরক মন্তব্য কাঞ্চন মল্লিকের

আসলে আরজিকরের ঘটনায় অভিনেত্রী এতটাই স্তম্বিত যে তাঁর মনের অবস্থা একেবারেই ভালো নেই। এরপরেই এদিন এই প্রতিবাদী অভিনেত্রী নিজেই কেঁদে ভাসিয়েছেন সোশ্যাল মিডিয়া। শনিবার সকালে ফেসবুক থেকে  লাইভে এসে কেঁদে ফেলেন শ্রীলেখা।

 

সাধারণ মানুষের কাছে প্রতিবাদ জিইয়ে রাখার আবেদন জানিয়ে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রির লোকজনের নাটকটা বন্ধ করা উচিত। যাঁরা শাঁখ বাজিয়ে কেঁদে ভিডিয়ো করছে সেটা অন্যায় করছে। এই ধরনের ব্যবহার মৃতা এবং তাঁর পরিবারের প্রতি অশ্রদ্ধার প্রতীক। হাসি ঠাট্টা বন্ধ করা দরকার। দোষীরা যাতে শাস্তি পায় সেটা ভাবা উচিত। আমার লিডার হওয়ার স্বপ্ন নেই।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর