‘যুদ্ধকে রোম্যান্টিসাইজ করা বন্ধ হোক, এর পরিণতি কখনও ভালো হতে পারে না’: শ্রীলেখা মিত্র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা! পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে ব্যাপারটা শুরু হয়েছিল। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে ভারত ‘যোগ্য’ জবাব দিতেই ফুঁসে উঠেছে পাকিস্তান (India-Pakistan)। সীমান্তে গোলাগুলি চালাচ্ছে পাক সেনা। সেই সঙ্গেই ড্রোন, মিসাইল হামলার চেষ্টা চলছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই আরও জটিল আকার ধারণ করছে। এই আবহে প্রতিক্রিয়া দিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ‘যুদ্ধ বন্ধ করে মানবতার জাগরণ হোক’, লিখলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা শ্রীলেখার (Sreelekha Mitra)!

অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। সেখানকার কোনও সাধারণ মানুষকে নিশানা করা হয়নি। তবে পাকিস্তানের তরফ থেকে ভারতের নিরীহ, নিরপরাধ মানুষদের ওপর হামলা চালানো হচ্ছে। ইতিমধ্যেই এর জেরে প্রাণ হারিয়েছেন একাধিক সাধারণ নাগরিক, মৃত্যু হয়েছে বেশ কয়েকজন সেনার। এমনই একজন সেনা জওয়ানের মৃত্যুর সংবাদ শেয়ার করে যুদ্ধ বন্ধের ডাক দিলেন শ্রীলেখা।

শুক্রবার নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেন এই অভিনেত্রী। লেখেন, ‘আমরা যে যার ঘরে আরাম থেকে কথা বলি ও এনাদের চূড়ান্ত দাম দিতে হয়। একটি তরুণ প্রাণ ভীষণ তাড়াতাড়ি চলে গেল… এর উত্তর কে দেবে? সেই জন্য আমি চিৎকার করে বলব, যুদ্ধ বন্ধ করে মানবতার জাগরণ হোক’।

আরও পড়ুনঃ মহিলা সেনাকর্মীদের নিয়ে বড় মন্তব্য! ভারত-পাক উত্তেজনার আবহে কী বলল সুপ্রিম কোর্ট?

শ্রীলেখা লেখেন, ‘সঠিক প্রশ্ন করো। যুদ্ধকে রোম্যান্টিসাইজ করা বন্ধ হোক… এর পরিণতি কখনও ভালো হতে পারে না। এই নৃশংসতার শিকার সব পক্ষের জন্য আমার প্রার্থনা। ততক্ষণ না হয় আপনারা আত্মসমালোচনা করুন’।

Sreelekha Mitra

উল্লেখ্য, পাক সেনার হামলায় প্রাণ হারিয়েছেন এদেশের একাধিক সেনা জওয়ান। এমনই একজন হলেন অন্ধ্রপ্রদেশের সত্য সাঁই জেলার মুরলী নায়েক। জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার শহীদ হয়েছেন ২৭ বছর বয়সি এই জওয়ান। গতকাল সমাজমাধ্যমে তাঁর মৃত্যুসংবাদ শেয়ার করে যুদ্ধের বিরুদ্ধে মুখ খোলেন শ্রীলেখা (Sreelekha Mitra)। ‘এর পরিণতি কখনও ভালো হতে পারে না’, লেখেন অভিনেত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X