এবারের মহালয়ায় আবার দুর্গা শুভশ্রী! কোন চ্যানেলে ফিরছেন ইউভান-ইয়ালিনির মা?

বাংলা হান্ট ডেস্ক: রথযাত্রা মানেই দোরগোড়ায় দুর্গাপুজো (Durga Pujo)। রথের রশিতে টান পড়া মানেই উমার ঘরে ফেরার সময় হয়ে যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর  কাউন্টডাউন। বাকি নেই আর ১০০ দিনও। বছরভর গোটা বাঙালি অপেক্ষায় থাকেন দুর্গাপুজোর। তার আগেই মহালয়ার (Mohaloya) দিন থেকে শুরু হয় দেবীপক্ষের শুভ সূচনা।  তাই এই মহালয়াকে ঘিরেও আলাদাই উন্মাদনা রয়েছে গোটা বাঙালি জাতির।

মহালয়ায় দুর্গা সাজছেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)

প্রত্যেক বহর মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী না শুনলে যেন, দুর্গাপুজো শুরুই হয় না বাঙালির। তবে এখনকার দিনে শুধু মহিষাসুর মর্দিনীই  নয় চ্যানেলে চ্যানেলে চলে দেবী দুর্গার সাথে মহিষাসুরের জোর লড়াই।  যা দেখতে বরাবরই দারুন উৎসাহী থাকেন দর্শকরা।  তাই প্রত্যেক বছর মহালয়ার ভোরেই ঘুম চোখে উঠে চোখ ডলতে ডলতেই সবাই টিভি খুলে বসে পড়েন মহালয়া দেখতে।

তবে মহালয়ায় কোন চ্যানেলে কোন নায়িকা দেবী দুর্গা হচ্ছেন তা নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ থাকে চরমে।ইতিপূর্বে একাধিকবার জি বাংলায় দেবী দুর্গা সেজে তাক লাগিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। মেয়ে ইলিয়ানা হওয়ার পর ফের একবার মহিষাসুর মর্দিনী রূপে ধরা দিতে চলেছেন এই টলি সুন্দরী। শুভশ্রীর (Subhashree Ganguly) কাছে মহালয়া মানেই নস্টালজিয়া।

আরও পড়ুন: সারাক্ষণ মায়ের জন্য মন কাঁদছে কৌশাম্বির! মা’কে ছাড়া ম্যাড়মেড়ে বিয়ের পর প্রথম জন্মদিন

ছোটবেলায় বাকিদের মতোই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী শুনে দূরদর্শনের পর্দায় মহালয়া দেখতে বসতেন অভিনেত্রী।তাই প্রত্যেক বছর মহালয়াতে ছোটবেলার সেই সমস্ত পুরনো স্মৃতি ভিড় করে আসে অভিনেত্রীর মনে।

Suvashree

এবছর জি বাংলার পর্দায় শুভশ্রীকে দুর্গা রূপে দেখা গেলেও টেলিভিশনের অন্যান্য জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যাবে দেবীর আরো ৯টি রূপে। এই সমস্ত চরিত্রে অভিনয় করবেন জি বাংলার জনপ্রিয়  সিরিয়ালের প্রধান নায়িকারা। তাঁদের মধ্যে রয়েছেন পর্দার জগদ্ধাত্রী, পর্ণা কিংবা শ্যামলীর মতো চরিত্রের অভিনেত্রীরা। 


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর